খুবিতে নির্মাণ হচ্ছে একাডেমিক ভবন

প্রকাশ | ৩০ অক্টোবর ২০২০, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক
খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) ৬৩ কোটি টাকা ব্যয়সাপেক্ষে দশ তলা চতুর্থ একাডেমিক ভবন নির্মাণে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ২৭ অক্টোবর খুলনা বিশ্ববিদ্যালয়ের চতুর্থ একাডেমিক ভবন 'জয় বাংলা ভবন' নির্মাণে চুক্তি স্বাক্ষরিত হয়। খুলনা বিশ্ববিদ্যালয়ের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ। এই ভবনের নামকরণ করা হয়েছে 'জয় বাংলা ভবন।' চতুর্থ এই একাডেমিক ভবন নির্মাণ কাজ শেষ হলে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক জায়গার অভাব বহুলাংশে পূরণ হবে এবং নতুন ডিসিপিস্ননও খোলার সুযোগ হবে। দশতলা এই চতুর্থ একাডেমিক ভবন নির্মাণ ব্যয় চুক্তিমূল্য ৬২ কোটি ৭৮ লাখ টাকা। ৩৬ মাসের মধ্যে এ ভবন নির্মাণ কাজ সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।