খুবিতে আলোচনা সভা

প্রকাশ | ১১ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক য়
খুলনা বিশ্ববিদ্যালয়ের আচাযর্ জগদীশচন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে আইইউসিএন, বন অধিদপ্তর এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের উদ্যোগে এনভায়রনমেন্টাল সায়েন্স ডিসিপ্লিনের আয়োজনে ১০ সেপ্টেম্বর আন্তজাির্তক শকুন সচেতনতা দিবস পালন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ওই আলোচনা সভায় সভাপতিত্ব করেন ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. সালমা বেগম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জীববিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর একে ফজলুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিভাগীয় বন কমর্কতার্ মমিনুল আহসান ও আইইউসিএনের কান্ট্রি অফিসার এবিএম সারোয়ার আলম। বক্তারা আন্তজাির্তক শকুন সচেতনতা বিষয়ে শকুনসংরক্ষণ, প্রজনন, শকুনের বিলুপ্তি রোধে সমাজে শকুন সচেতনতার প্রয়োজনীতা প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা করেন। আলোচনা সভায় সঞ্চালনা করেন সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষাথীর্ আমিয়া হাসান ও মোস্তফা মোজাহিদ। এর আগে আন্তজাির্তক শকুন সচেতনতা দিবস উপলক্ষে ক্যাম্পাসে এক বণার্ঢ্য র‌্যালি বের করা হয়। এসময় সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষক-শিক্ষাথীর্ উপস্থিত ছিলেন।