গণবিতে ফিজিওথেরাপি দিবস

প্রকাশ | ১১ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক য়
৮ সেপ্টেম্বর গণ বিশ্ববিদ্যালয়ে (গণবি) পালিত হয়েছে বিশ্ব ফিজিওথেরাপি দিবস। ‘মানসিক স্বাস্থ্য উন্নয়নে ফিজিওথেরাপি’ এই প্রতিপাদ্যকে ধারণ করে দিবসটি উপলক্ষে র‌্যালি করা হয়। র‌্যালিটি গণ বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয়ে গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজে গিয়ে শেষ হয়, এসময় উপস্থিত ছিলেন গণ বিশ্ববিদ্যালয়ের উপাচাযর্ ডা. লায়লা পারভীন বানু, রেজিস্টার মো. দেলোয়ার হোসেন, ফিজিওথেরাপি বিভাগের ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান ডা. সুলতানা ফারহাত জাহান রুনু (পিটি)। অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. আমিনুল ইসলাম (পিটি), ডা. উত্তম কুমার দাস, ডা. রূপক চন্দ্র রায়, ডা. সেলিম হোসাইনসহ শিক্ষাথীর্রা এই র?্যালিতে অংশগ্রহণ করেন। দিবসটি উপলক্ষে গণ বিশ্ববিদ্যালয় ও স্বাধীনতা ফিজিওথেরাপিস্ট পরিষদের সহযোগিতায় ধামরাইয়ের সোমবাগ ইউনিয়নে ফ্রি ফিজিওথেরাপি চিকিৎসাসেবা দেয়া হয়। এসময় প্রায় ৪০০ রোগীকে চিকিৎসা দেয়ার পাশাপাশি ৩০০ জনের ফ্রি বø্যাড গ্রæপিংও করানো হয়। ক্যাম্পটি পরিচালনা করেন সংগঠনটির মহাসচিব ডা. খায়রুল ইসলাম (পিটি)। গাজীপুরের বিসিয়ায় প্রবীণ নিবাসে ডা. কামরুন্নাহার অনুর (পিটি) উদ্যোগে গণ বিশ্ববিদ্যালয় ও গণস্বাস্থ্য কেন্দ্রের সহযোগিতায় ফ্রি ফিজিওথেরাপি ক্যাম্প, ?র‌্যালি, বয়স্কদের নিয়ে বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হয় পরে তাদের মধ্যে উপহার সামগ্রী বিতরণ করা হয়।