বিজ্ঞান

অষ্টম শ্রেণির পড়াশোনা

প্রকাশ | ০৮ নভেম্বর ২০২০, ০০:০০

মো. মাসুদ খান, প্রধান শিক্ষক, ডেমরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
নিডারিয়া
অধ্যায় - ১ ৩২। কোন পর্বের প্রাণীগুলো বিচিত্র বর্ণ ও আকার - আকৃতির হয়? উত্তর : নিডারিয়া। ৩৩। কোন পর্বের কিছু কিছু প্রাণী স্বাদু পানিতে বাস করে? উত্তর : পরিফেরা। ৩৪। কোন পর্বের প্রাণীরা সরলতম বহুকোষী? উত্তর : পরিফেরা। ৩৫। নিডারিয়া পর্বের প্রাণীদের দেহ গহ্বরকে কী বলে? উত্তর : সিলেন্টেরন। ৩৬। কোন পর্বের কিছু প্রজাতি এককভাবে আবার কিছু প্রজাতি দলবদ্ধভাবে কলোনি গঠন করে বাস করে? উত্তর : নিডারিয়া। ৩৭। এক্টোডার্মে কী নামে এক বৈশিষ্ট্যপূর্ণ কোষ থাকে? উত্তর : নিডোবস্নাস্ট। ৩৮। কোন পর্বের অনেক প্রজাতি খাল, বিল, নদী, হ্রদ, ঝরনা ইত্যাদিতে দেখা যায়? উত্তর : নিডারিয়া। ৩৯। হাইড্রা ও ওবেলিয়া কোন পর্বের উদাহরণ? উত্তর : নিডারিয়া। ৪০। কোন পর্বের প্রাণীদের কোনো পৃথক সুগঠিত কলা, অঙ্গ ও তন্ত্র থাকে না? উত্তর : পরিফেরা। ৪১। শিকার ধরা, আত্মরক্ষা, চলন ইত্যাদি কাজে অংশ নেয় কোন কোষ? উত্তর : নিডোবস্নাস্ট কোষ। ৪২। সিলেন্টেরন কী করে? উত্তর : পরিপাক ও সংবহনে অংশ নেয়। ৪৩। দেহপ্রাচীরের ছিদ্রপথে পানির সঙ্গে অক্সিজেন ও খাদ্যবস্তু প্রবেশ করে কোন পর্বের প্রাণীদের? উত্তর : পরিফেরা। ৪৪। পরিফেরা পর্বের প্রাণীরা সাধারণভাবে কী নামে পরিচিত? উত্তর : স্পঞ্জ। ৪৫। কোন পর্বের প্রাণীরা সাধারণত পানিতে ভাসমান কাঠ, পাতা বা অন্য কোনো কিছুর সঙ্গে দেহকে আটকে রেখে বা মুক্তভাবে সাঁতার কাটে? উত্তর : নিডারিয়া। ৪৬। কোন পর্বের প্রাণীগুলোর জীবনযাত্রা বেশ বৈচিত্র্যময়? উত্তর : পস্নাটিহেলমিনথিস। ৪৭। কোন পর্বের প্রাণীদের দেহ কিউটিকেল দ্বারা আবৃত? উত্তর : পস্নাটিহেলমিনথিস। ৪৮। কেঁচো কৃমি ও ফাইলেরিয়া কৃমি কোন পর্বের উদাহরণ? উত্তর : নেমাটোডা। ৪৯। দেহে চোষক ও আংটা থাকে কোন পর্বের প্রাণীদের? উত্তর : পস্নাটিহেলমিনথিস। ৫০। কোন পর্বের প্রাণীরা পানি ও মাটিতে বাস করে? উত্তর : নেমাটোডা। ৫১। ফিতাকৃমি ও যকৃত কৃমি কোন পর্বের উদাহরণ? উত্তর : পস্নাটিহেলমিনথিস। ৫২। কোন পর্বের প্রাণীরা সাধারণত একলিঙ্গ? উত্তর : নেমাটোডা। ৫৩। কোন পর্বের অনেক প্রাণী অন্তঃপরজীবী হিসেবে প্রাণীর অন্ত্র ও রক্তে বাস করে? উত্তর : নেমাটোডা।