বাংলা দ্বিতীয়পত্র

দশম শ্রেণির পড়াশোনা

প্রকাশ | ০৯ নভেম্বর ২০২০, ০০:০০

মো. ইমরান হোসেন, সহকারী শিক্ষক, ইস্টার্ন ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ, দনিয়া, ঢাকা য়
মেলা
সমাপিকা, অসমাপিকা ও যৌগিক ক্রিয়া ১। কোন ক্রিয়া একজনের চালনায় অন্য কর্তৃক অনুষ্ঠিত হয়? ক. সকর্মক ক্রিয়া খ. অকর্মক ক্রিয়া গ. প্রযোজক ক্রিয়া ঘ. যৌগিক ক্রিয়া সঠিক উত্তর : গ. প্রযোজক ক্রিয়া। ২। পূর্ণাঙ্গ বাক্য গঠন করতে হলে কোন ক্রিয়া অবশ্যই ব্যবহার করতে হয়? ক. যৌগিক ক্রিয়া খ. অসমাপিকা ক্রিয়া গ. সমাপিকা ক্রিয়া ঘ. কোনোটিই নয় সঠিক উত্তর : গ. সমাপিকা ক্রিয়া। ৩। কিসের ভেদে ক্রিয়ার রূপের পার্থক্য হয় না? ক. বচনভেদে খ. বর্ণনা গ. অর্থভেদে ঘ. প্রয়োগভেদে সঠিক উত্তর : ক. বচনভেদে। ৪। কোনটি অসমাপিকা ক্রিয়া প্রকাশের বিভক্তি নয়? ক. ইয়া>এ খ. ইলে>লে গ. ইতে>তে ঘ. ইনে>নে সঠিক উত্তর : ঘ. ইনে>নে। ৫। সমাপিকা ক্রিয়া গঠিত হয় কিভাবে? ক. ধাতুর সঙ্গে বর্তমান, অতীত বা ভবিষ্যৎকালের বিভক্তি যুক্ত হয়ে খ. ধাতুর সঙ্গে কাল-নিরপেক্ষ হয়ে গ. ধাতুর সঙ্গে বর্তমানকালের বিভক্তি যুক্ত হয়ে ঘ. ধাতুর সঙ্গে অতীতকালের বিভক্তি যুক্ত হয়ে সঠিক উত্তর : ক. ধাতুর সঙ্গে বর্তমান, অতীত বা ভবিষ্যৎকালের বিভক্তি যুক্ত হয়ে। ৬। অসমাপিকা ক্রিয়াঘটিত বাক্যে কর্তা কত প্রকার? ক. ১২ প্রকার খ. ৩ প্রকার গ. ২ প্রকার ঘ. ৬ প্রকার সঠিক উত্তর : খ. ৩ প্রকার। ৭। 'বৃষ্টি থেমে গেল'- যৌগিক ক্রিয়ার কোন অর্থ প্রকাশ করে? ক. অবিরাম খ. ক্রমশ অর্থ গ. সমাপ্তি অর্থ ঘ. সম্ভাবনা সঠিক উত্তর : গ. সমাপ্তি অর্থ ৮। 'সাপেক্ষতা' অর্থে অসমাপিকা ক্রিয়া ব্যবহারের সঠিক উদাহরণ কোনটি? ক. আজ গেলেও যা, কাল গেলেও তা খ. তিনি গেলে কাজ হবে গ. চারটা বাজলে স্কুল ছুটি হবে ঘ. বৃষ্টিতে ভিজলে সর্দি হবে সঠিক উত্তর : খ. তিনি গেলে কাজ হবে। ৯। বাক্যের ক্রিয়াপদ ও কর্মপদ একই ধাতু থেকে গঠিত হলে, ওই কর্মপদকে কী বলে? ক. বিধেয় কর্ম খ. প্রযোজক কর্ম গ. ধাতুর্থক কর্ম ঘ. দ্বিকর্মক ক্রিয়ার কর্ম সঠিক উত্তর : গ. ধাতুর্থক কর্ম। ১০। কোন বাক্যে অসমাপিকা ক্রিয়া 'নিমিত্ত' অর্থ প্রকাশ করছে? ক. এখন আমি যেতে চাই খ. এখন ট্রেন ধরতে হবে গ. পদ্মফুল দেখতে সুন্দর ঘ. মেলা দেখতে ঢাকা যাব সঠিক উত্তর : ঘ. মেলা দেখতে ঢাকা যাব। ১১। 'ওখানে যাস না'- কোন অর্থে অনুজ্ঞার ব্যবহার হয়েছে? ক. আদেশ খ. উপদেশ গ. অনুরোধ ঘ. বিধান সঠিক উত্তর : খ. উপদেশ। বাংলা অনুজ্ঞা ১। 'আলস্নাহ তাআলা আপনার মঙ্গল করুন'- এই বাক্যে কী অর্থে অনুজ্ঞার ব্যবহার হয়েছে? ক. আদেশ খ. প্রার্থনা গ. উপদেশ ঘ. অনুরোধ সঠিক উত্তর : খ. প্রার্থনা। ২। 'রোগ হলে ওষুধ খাবে'- ভবিষ্যৎকালের অনুজ্ঞায় কোন অর্থ প্রকাশ পাচ্ছে? ক. বিধান খ. আদেশ গ. অনুরোধ ঘ. অনুনয় সঠিক উত্তর : ক. বিধান। ৩। 'কাল একবার এসো'- নিচের কোনটির উদাহরণ? ক. বর্তমান অনুজ্ঞা খ. ঘটমান বর্তমান গ. নিত্যবৃত্ত বর্তমান ঘ. ভবিষ্যৎ অনুজ্ঞা সঠিক উত্তর : ঘ. ভবিষ্যৎ অনুজ্ঞা ৪। আদেশ অর্থে অনুজ্ঞার উদাহরণ কোনটি? ক. আমটা খাও খ. সবাই এখানে আসুন গ. সুখী হও ঘ. স্বাস্থ্যের প্রতি দৃষ্টি রেখো সঠিক উত্তর : ক. আমটা খাও। ৫। অনুজ্ঞা কোন কালে ব্যবহৃত হয়? ক. বর্তমান ও ভবিষ্যৎ খ. ভবিষ্যৎ ও অতীত গ. বর্তমান ও অতীত ঘ. নিত্যবৃত্ত ও ঘটমান অতীত সঠিক উত্তর : ক. বর্তমান ও ভবিষ্যৎ।