বিশ্ববিদ্যালয় ভতির্ প্রস্তুতি সাধারণজ্ঞান

প্রকাশ | ১২ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

মনিবুল রহমান চৌধুরী, অধ্যাপক জলঢাকা কলেজ, নীলফামারী
প্রিয় শিক্ষাথীর্, শুরু হতে যাচ্ছে বিশ্ববিদ্যালয়ে ভতির্যুদ্ধ। তোমাদের জন্য নিয়মিতভাবে বিশ্ববিদ্যালয় প্রস্তুতির পূণর্ আয়োজন নিয়ে আমরা হাজির। নিয়মিত চচার্র পাশাপাশি এই আয়োজন তোমাদের সহায়তা করবে বলে আশা রাখি।' ১২৯। বাংলাদেশ সুপ্রিমকোটের্র আপিল বিভাগের ফুল বেঞ্চ কয়জন বিচারপতি নিয়ে গঠিত হয়? ক. ৯ জন খ. ৭ জন গ. ৫ জন ঘ. ১১ জন সঠিক উত্তর : ঘ. ১১ জন ১৩০। হাজী মুহাম্মদ মহসিনের বাড়ি কোথায়? ক. রাজশাহী খ. মুশির্দাবাদ গ. হুগলী ঘ. মেদেনীপুর সঠিক উত্তর : গ. হুগলী ১৩১। প্রথম বাঙালি মুসলমান কবি কে? ক. কায়কোবাদ খ. আলাওল গ. শাহ্ মু. সগীর ঘ. আবদুল হাকীম সঠিক উত্তর : গ. শাহ্ মু. সগীর ১৩২। নিম্নের কোন জোড়াটি সঠিক? ক. আব্দুল কাদির তিমির হননের কবি খ. মোজাম্মেল হক ক্ল্যাসিক কবি গ. সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী স্বপ্নাতুর কবি ঘ. গোলাম মোস্তফা নাগরিক কবি সঠিক উত্তর : গ. সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী, স্বপ্নাতুর কবি ১৩৩। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অসামান্য বীরত্বের জন্য কতজন বিডিআর সদস্য বীরশ্রেষ্ঠ পুরস্কারে ভ‚ষিত হন? ক. ২ খ. ৩ গ. ৪ ঘ. ৫ সঠিক উত্তর : ক. ২ ১৩৪। নিম্নের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কবিতা গ্রন্থ? ক. মুক্তি খ. রাখালী গ. হিন্দু মেলার উপহার ঘ. বনফুল সঠিক উত্তর : ঘ. বনফুল ১৩৫। শহীদ বীরশ্রেষ্ঠ সিপাহি মোস্তফা কামাল মৃত্যুবরণ করেনÑ ক. ৫ সেপ্টেম্বর ১৯৭০ খ. ৮ এপ্রিল ১৯৭০ ২০ এপ্রিল ১৯৭১ ঘ. ২০ আগস্ট ১৯৭১ সঠিক উত্তর : খ. ৮ এপ্রিল ১৯৭০ ১৩৬। নিম্নের কোনটি ওই কবি/সাহিত্যিকের সঠিক ছদ্মনাম? ক. প্রমথ চৌধুরী : সুনন্দ খ. মীর মোশাররফ হোসেন : অবধূত গ. মোহিতলাল মজুমদার: দৃষ্টিহীন ঘ. শেখ আজিজুর রহমান: শওকত ওসমান সঠিক উত্তর : ঘ. শেখ আজিজুর রহমান : শওকত ওসমান ১৩৭। বাংলাদেশের জাতীয় পতাকার দৈঘর্্য ও প্রস্থের অনুপাত কত? ক. ১০ : ৬ খ. ৭ : ১০ গ. ৭ : ৩ ঘ. ৮ : ৩ সঠিক উত্তর : ক. ১০ : ৬ ১৩৮। একুশে পদক নিম্নের কোন সালে চালু হয়? ক. ১৯৭৫ খ. ১৯৭৬ গ. ১৯৭৯ ঘ. ১৯৭৭ সঠিক উত্তর : খ. ১৯৭৬