জুনিয়র স্কুল সাটিির্ফকেট পরীক্ষার প্রস্তুতি বাংলাদেশ ও বিশ্বপরিচয়

মুক্তিযুদ্ধে মুজিবনগর সরকারের অবদান কী?

প্রকাশ | ১২ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

সুধীরবরণ মাঝি, শিক্ষক হাইমচর সরকারি মহাবিদ্যালয়, হাইমচর, চঁাদপুর
প্রিয় শিক্ষাথীর্, আজ তোমাদের জন্য বাংলাদেশ ও বিশ্বপরিচয় থেকে বহুনিবার্চনি প্রশ্নোত্তর দেয়া হলো। বহুনিবার্চনি প্রশ্নোত্তর অধ্যায়-২ ৩১। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ ও ভারত সরকার যৌথ কমান্ডো গঠন করে কেন? (ক) মুক্তিযুদ্ধের গতি বৃদ্ধির জন্য (খ) মুক্তিবাহিনীকে সন্মুখ যুদ্ধে সহায়তার করার জন্য (গ) আঞ্চলিক পযাের্য় শত্রæ মুক্ত রাখার জন্য (ঘ) পাকিস্তানি বাহিনীর উপর আরও সুদৃঢ় আক্রমণের জন্য সঠিক উত্তর : (ক) মুক্তিযুদ্ধের গতি বৃদ্ধির জন্য ৩২। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত স্বাধীনতার ঘোষণাপত্রটি প্রচারের ফলে- (র) সবর্স্তরের জনগণের মধ্যে আশার সঞ্চার হয় (রর) সবর্স্তরের জনগণের মধ্যে ভীতি ছড়িয়ে পড়ে (ররর) মুক্তিযুদ্ধ বাস্তব রূপ লাভ করে নিচের কোনটি সঠিক (ক) র ও রর (খ) র ও ররর (গ) রর ও ররর (ঘ) র ও ররর সঠিক উত্তর : (খ) র ও ররর নিচের অনুচ্ছেদটি পড় ৩৩ এবং ৩৪নং প্রশ্নের উত্তর দাও ঃ কাদির ও ইমান মুক্তিযুদ্ধের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করে। কাদির বলে,একটি সরকারের নেতৃত্বে মুক্তিযুদ্ধ সংগঠিত হয় এবং বাংলাদেশ স্বাধীন হয়। বেসামরিক-সামরিক পযাের্য় নানা কাযর্ক্রমের মাধ্যমে এ সরকার মুক্তিযুদ্ধের গতিকে আরো বেগবান করে। ৩৩। উদ্দীপকে কোন সরকারের প্রতি ইঙ্গিত করা হয়েছে? (ক) ভারত সরকার (খ) আওয়ামী লীগ সরকার (গ) মুজিবনগর সরকার (ঘ) যুক্তরাষ্ট্র সরকার সঠিক উত্তর : (গ) মুজিবনগর সরকার ৩৪। মুক্তিযুদ্ধে এ সরকারের অবদান হলো- (র) সেক্টর ভিত্তিক যুদ্ধ পরিচালনা করা (রর) মুক্তিযোদ্ধাদের মধ্যে অনুপ্রেরণা সৃষ্টি করা (ররর) মুক্তিযুদ্ধের সপক্ষে বিদেশে মিশন পরিচালনা করা নিচের কোনটি সঠিক (ক) র (খ) র ও ররর (গ) রর ও ররর (ঘ) র,রর ও ররর সঠিক উত্তর : (খ) র ও ররর