জুনিয়র স্কুল সাটিির্ফকেট পরীক্ষার প্রস্তুতি বাংলাদেশ ও বিশ্বপরিচয়

এম মনসুর আলী অস্থায়ী সরকারের কোন দায়িত্ব পালন করেন?

প্রকাশ | ১৩ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

সুধীরবরণ মাঝি, শিক্ষক হাইমচর সরকারি মহাবিদ্যালয়, হাইমচর, চঁাদপুর য়
বহুনিবার্চনি প্রশ্নোত্তর অধ্যায়-২ ৩৫। ইয়াইয়া খান ভান করে পযের্বক্ষণ করেন- (র) গণহত্যা অভিযানের প্রস্তুতি (রর) বঙ্গবন্ধুর গতিবিধি (ররর) অপারেশন সাচর্লাইটের কমর্সূচি নিচের কোনটি সঠিক (ক) র (খ) রর ও ররর (গ) র ও ররর (ঘ) র, রর ও ররর সঠিক উত্তর : (গ) র ও ররর ৩৬। জাতীয় নেতা এম মনসুর আলীকে বাংলাদেশের অস্থায়ী সরকারের কোন দায়িত্বে নিযুক্ত করা হয় - (ক) পররাষ্ট্রমন্ত্রী (খ) উপ-রাষ্ট্রপতি (গ) প্রধানমন্ত্রী (ঘ) অথর্মন্ত্রী সঠিক উত্তর : (ঘ) অথর্মন্ত্রী ৩৭। ৭ মাচের্র ভাষণ বাঙালিকে- (র) স্বাধীনতার মন্ত্রে উজ্জ্বীবিত করে (রর) ঐক্যবদ্ধ করে (ররর) বীরের জাতিতে রূপান্তরিত করে নিচের কোনটি সঠিক (ক) র (খ) র ও ররর (গ) র ও রর (ঘ) র, রর ও ররর সঠিক উত্তর : (ঘ) র, রর ও ররর ৩৮। রেসকোসর্ ময়দানের বতর্মান নাম কী? (ক) সোহরাওয়াদীর্ উদ্যান (খ) গণ উদ্যান (গ) ভাসানী উদ্যান (ঘ) শিশু উদ্যান সঠিক উত্তর : (ক) সোহরাওয়াদীর্ উদ্যান ৩৯। মুক্তিযুদ্ধের সময় হেমায়েত বাহিনী কোন এলাকায় গড়ে ওঠে? (ক) সিরাজগঞ্জ ও পাবনা (খ) বরিশাল ও মাগুরা (গ) বরিশাল ও গোপালগঞ্জ (ঘ) ময়মনসিংহ ও ব্রা²ণবারিয়া সঠিক উত্তর : (গ) বরিশাল ও গোপালগঞ্জ ৪০। ১৯৭১ সালের ২৫ মাচর্ রাতটি ইতিহাসে স্মরণীয়- (র) পাকিস্তানিদের হটিয়ে দেওয়ার জন্য (রর) বহু বাঙালিকে নিবির্চারে হত্যার জন্য (ররর) বাঙালির ওপর পাকিস্তানিদের ধ্বংসযজ্ঞ চালানোর জন্য। নিচের কোনটি সঠিক (ক) রর ও ররর (খ) র ও রর (গ) র ও ররর (ঘ) র,রর ও ররর সঠিক উত্তর : (ক) রর ও ররর