নবম ও দশম শ্রেণির পড়াশোনা

প্রকাশ | ১৩ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

শাদমান শাহিদ, প্রভাষক আওলিয়ানগর এমএ ইন্টারমিডিয়েট কলেজ ব্রাহ্মণবাড়িয়া।
প্রিয় শিক্ষাথীর্, আজ তোমাদের জন্য ব্যবসায় উদ্যোগ থেকে বহুনিবার্চনি প্রশ্নোত্তর দেয়া হলো। বহুনিবার্চনি প্রশ্নোত্তর অধ্যায় -৩ ১৩। যুব প্রশিক্ষণ কেন্দ্র থেকে প্রশিক্ষণ নিয়ে প্রশিক্ষণাথীর্রা কিসের সুযোগ পায়? (ক) চাকরির (খ) ব্যবসার (গ) আত্মকমর্সংস্থানের (ঘ) খামার তৈরির সঠিক উত্তর: (গ) আত্মকমর্সংস্থানের ১৪। কিসের ফলে প্রতিষ্ঠানের কাযর্সম্পাদনে অপচয় হ্রাস পায়? (ক) যোগাযোগ (খ) তদরকি (গ) প্রশিক্ষণ (ঘ) নিরাপত্তা সঠিক উত্তর: (গ) প্রশিক্ষণ ১৫। আত্মকমর্সংস্থান কেন অনেক দেশে জনপ্রিয়তা অজের্ন সক্ষম হয়েছে? (ক) শ্রমশক্তির অভাবের কারণে (খ) বেশি সম্মানজনক বিধায় (গ) চাকরি সৃষ্টির সীমাবদ্ধতার কারণে (ঘ) আয়ের ধারাবাহিকতার কারণে সঠিক উত্তর: (গ) চাকরি সৃষ্টির সীমাবদ্ধতার কারণে ১৬। আমাদের দেশে কোনটির ব্যাপক অভাব রয়েছে? (ক) ভ‚মি (খ) শ্রমিক (গ) কঁাচামাল (ঘ) সুপরিকল্পনা সঠিক উত্তর: (ঘ) সুপরিকল্পনা ১৭। আত্মকমর্সংস্থান থেকে প্রথমদিকে প্রাপ্ত আয়- র.সীমিত রর. অসীম ররর. অনিশ্চিত নিচের কোনটি সঠিক? (ক) র ও রর (খ) র ও ররর (গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর সঠিক উত্তর: (খ) র ও ররর ১৮। বেতন ও মজুরিভিত্তিক কমর্সংস্থানের সীমাবদ্ধতার কারণে বাংলাদেশে গুরুত্ব বৃদ্ধি পাচ্ছে- র. আত্মকমর্সংস্থানের রর. সেবা শিল্পের ররর. ক্ষুদ্র ব্যবসায়ের নিচের কোনটি সঠিক? (ক) র ও রর (খ) র ও ররর (গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর সঠিক উত্তর: (খ) র ও ররর ১৯। উন্নয়শীল দেশে কমর্সংস্থানের সুযোগ সৃষ্টি না হওয়ার কারণ হলোÑ র. জনসংখ্যা বৃদ্ধির দুবার্র গতি রর. অথর্নীতির অনগ্রসরতা ররর. পরিকল্পনাহীন উন্নয়ন নিচের কোনটি সঠিক? (ক) র ও রর (খ) র ও ররর (গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর সঠিক উত্তর: (ঘ) র, রর ও ররর ২০। চাকরির প্রতি মানিকের ঝেঁাক নেই। কারণ- র.পূবের্ চাকরি পায়নি বলে রর. চাকরির চেয়ে আত্মকমর্সংস্থান ভালো বলে ররর. ভবিষ্যতে সে একজন সফল উদ্যোক্তা হবে বলে নিচের কোনটি সঠিক? (ক) র ও রর (খ) র ও ররর (গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর সঠিক উত্তর: (ঘ) র, রর ও ররর ২১। প্রশিক্ষণের ফলে সম্ভব- র. দক্ষতা বৃদ্ধি রর. যোগ্যতা বৃদ্ধি ররর. সুষ্ঠুভাবে ব্যবসায় কাযির্নবার্হ নিচের কোনটি সঠিক? (ক) র ও রর (খ) র ও ররর (গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর সঠিক উত্তর: (ঘ) র, রর ও ররর