বিশ্ববিদ্যালয় ভতির্ প্রস্তুতি সাধারণজ্ঞান

প্রিয় শিক্ষাথীর্, শুরু হতে যাচ্ছে বিশ্ববিদ্যালয়ে ভতির্যুদ্ধ। তোমাদের জন্য নিয়মিতভাবে বিশ্ববিদ্যালয় প্রস্তুতির পূণর্ আয়োজন নিয়ে আমরা হাজির। নিয়মিত চচার্র পাশাপাশি এই আয়োজন তোমাদের সহায়তা করবে বলে আশা রাখি।

প্রকাশ | ১৩ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

মনিবুল রহমান চৌধুরী, অধ্যাপক জলঢাকা কলেজ, নীলফামারী য়
১৩৯। পাহাড়পুরের বৌদ্ধ বিহারের নিমার্তা কে? ক. সমুদ্রগুপ্ত খ. চন্দ্রগুপ্ত গ. রামপাল ঘ. ধমর্পাল সঠিক উত্তর : ঘ. ধমর্পাল ১৪০। কাজী নজরুলের ‘ধূমকেতু’ কবে প্রথম প্রকাশিত হয়? ক. ১৯৩০ খ. ১৯২০ গ. ১৯২২ ঘ. ১৯৩২ সঠিক উত্তর : গ. ১৯২২ ১৪১। মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্য চলচ্চিত্র ‘ঝঃড়ঢ় এবহড়পরফব’ পরিচালকÑ ক. আলমগীর কবির খ. বাবুল চৌধুরী গ. গীতা মেহতা ঘ. জহির রায়হান সঠিক উত্তর : ঘ. জহির রায়হান ১৪২। বাংলাদেশের সংসদ ভবনের স্থপতি কে? ক. এঘ. রহমান খ. বব-বুই গ. পল রুডলফ ঘ. লুইকান সঠিক উত্তর : ঘ. লুইকান ১৪৩। রাষ্ট্রপতি হতে কমপক্ষে কত বছর বয়স হতে হয়? ক. ৩৫ বছর খ. ৪০ বছর গ. ৪৫ বছর ঘ. ৫০ বছর সঠিক উত্তর : ক. ৩৫ বছর ১৪৪। নিম্নের কাকে গ্রিকদের ফাটিির্লটির দেবী ধরা হয়? ক. সিরেস খ. এটিস গ. অ্যাজটেক ঘ. আরটেমিস সঠিক উত্তর : গ. অ্যাজটেক ১৪৫। মোঘল আমলে প্রাদেশিক রাজধানীর দেওয়ানি ও ফৌজদারি মামলার নিষ্পত্তিকারী প্রধান বিচারপতির উপাধি নিম্নের কোনটি ছিল? ক. ফতুয়ায়ে আলমগিরি খ. মুসলিম ওলামা গ. কাজীউল কুজাত ঘ. কাজী সঠিক উত্তর : খ. মুসলিম ওলামা ১৪৬। বাংলা ভাষায় বাংলাদেশের প্রথম মহিলা কবির নাম কি? ক. বেগম রোকেয়া খ. আশাপূণার্ দেবী গ. চন্দ্রাবতী ঘ. ফেরদৌস আরা সঠিক উত্তর : গ. চন্দ্রাবতী ১৪৭। বাংলাদেশের প্রথম মুদ্রা চালু হয় কবে? ক. ২৬ মাচর্ খ. ১৬ ডিসেম্বর ১৯৭১ গ. ৪ ফেব্রæয়ারি ১৯৭২ ঘ. ৪ মাচর্ ১৯৭২ সঠিক উত্তর : ঘ. ৪ মাচর্ ১৯৭২ ১৪৮। বঙ্গ-ভারত উপমহাদেশে প্রথম পুলিশ ব্যবস্থা কে চালু করেন? ক. মি. বাডর্ খ. সম্রাট আকবর গ. লডর্ ক্যানিং ঘ. সম্রাট শাহজাহান সঠিক উত্তর : খ. সম্রাট আকবর ১৪৯। বাংলাদেশকে সবচেয়ে বেশি ঋণ প্রদানকারী দেশ- ক. জাপান খ. যুক্তরাষ্ট্র গ. যুক্তরাজ্য ঘ. সুইডেন সঠিক উত্তর : ক. জাপান