চবিতে যুক্তরাষ্ট্রের শিক্ষাবিদ

প্রকাশ | ১৩ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক য়
১০ সেপ্টেম্বর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) উপাচাযর্ প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরীর সঙ্গে যুক্তরাষ্ট্রের ঙঐওঙ টহরাবৎংরঃু এর গেøাবাল অ্যাফেয়াসর্ অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ অফিসের প্রফেসর ইমেরিটাস উধারফ ঐ. গড়ঁষফ, চয.উ. সৌজন্য সাক্ষাৎ করেন। জাতিসংঘ শিশু তহবিল, চট্টগ্রাম বিভাগ-এর প্ল্যানিং অ্যান্ড মনিটরিং অফিসার গাজীউল হাসান মাহমুদ, চবি প্রক্টর মোহাম্মদ আলী আজগর চৌধুরী, চবি যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি মো. আবুল কালাম আজাদ, সহযোগী অধ্যাপক মোহাম্মদ মোরশেদুল ইসলাম এবং সহকারী অধ্যাপক সায়মা আলম এ সময় উপস্থিত ছিলেন। উপাচাযর্ অতিথিকে এ বিশ্ববিদ্যালয়ের অনুষদ, বিভাগ, ইনস্টিটিউট এবং গবেষণা কেন্দ্রগুলোর সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরেন। তিনি এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা-উচ্চ শিক্ষা-গবেষণাসহ সহশিক্ষা কাযর্ক্রম সম্পকের্ বিশদ আলোকপাত করেন। এ শিক্ষাবিদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উচ্চ শিক্ষা ও গবেষণার উন্নত পরিবেশ এবং এ বিশ্ববিদ্যালয়ের বতর্মান অবস্থান সম্পকের্ জানেন।