প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি

প্রাথমিক বিজ্ঞান

প্রকাশ | ১৪ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

মো. মাসুদ খান, প্রধান শিক্ষক ডেমরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ডেমরা, ঢাকা য়
যোগ্যতাভিত্তিক প্রশ্নোত্তর অধ্যায় : ৩ প্রশ্ন. মনে কর তোমার গ্রামের কিছু পুকুরের পানি দূষিত হয়ে গেছে। গ্রামের অবশিষ্ট পুকুরগুলো দূষণের কবল থেকে রক্ষা করতে তুমি কী করবে? অথবা, পানি দূষণ রোধে তোমার প্রতিবেশীদের জন্য পঁাচটি পরামশর্ উল্লেখ কর। উত্তর : গ্রামের অবশিষ্ট পুকুরগুলোকে দূষণের কবল থেকে রক্ষা করতে আমি নিচের পদক্ষেপগুলো গ্রহণ করবÑ ১. গ্রামবাসীকে ওই পুকুরগুলোর পানিতে বাসন-কোসন মাজা, ময়লা কাপড় কাচা ও সাবান দিয়ে গোসল করতে নিষেধ করব। ২. গরু-মহিষ গোসল করাতে নিষেধ করব। ৩. বিশেষ করে পুকুরপাড়ের জমিতে কীটনাশক ও রাসায়নিক সার ব্যবহার করতে নিষেধ করব। ৪. মরা ও পচা জীবজন্তু এবং জৈব আবজর্না পানিতে ফেলতে নিষেধ করব। ৫. সব সময় স্যানিটারি ল্যাট্রিন ব্যবহারের পরামশর্ দেব। প্রশ্ন. নিরাপদ পানি কী? তোমাকে পুকুর, নদী বা ট্যাপের পানি সম্পূণর্ বিশুদ্ধ করতে বলা হলো। এ পানিকে সম্পূণর্ বিশুদ্ধ করতে তোমার অবলম্বনকৃত পদ্ধতি ৪টি বাক্যে বণর্না কর। উত্তর : যে পানি রোগজীবাণুমুক্ত এবং যা পানের উপযোগী তাকে নিরাপদ পানি বলে। যেমনÑ আসেির্নকমুক্ত নলক‚পের পানি, বৃষ্টির পানি ইত্যাদি। পুকুর, নদী বা ট্যাপের পানিতে নানারকম জীবাণু মিশে থাকে। এ পানিকে সম্পূণর্ বিশুদ্ধ করতে আমি ফুটানো পদ্ধতি অবলম্বন করব। এ প্রক্রিয়ায় পানি ফুটতে শুরু করার পর আরো ২০ মিনিট তাপ দিলে পানিতে থাকা জীবাণু মারা যায়। এরপর পানিকে ঠাÐা করে ছেঁকে নিলে তা পান করার জন্য নিরাপদ হয়। প্রশ্ন. দূষণে আক্রান্ত একটি নদীর পানি দূষণ রোধের জন্য কী ধরনের পদক্ষেপ নিতে হবে তা ৫টি বাক্যে লেখ। উত্তর : দূষণে আক্রান্ত একটি নদীর পানি দূষণ রোধে নিম্নলিখিত পদক্ষেপ গ্রহণ করতে হবেÑ ১. নদীর পানিতে কোনো ধরনের ময়লা-আবজর্না ফেলা যাবে না। ২. কলকারখানার বজর্্য নদীতে ফেলার আগে দূষণমুক্ত করার ব্যবস্থা করতে হবে। ৩. জীবনজন্তুর মৃতদেহ, মলমূত্র নদীতে ফেলা যাবে না। ৪. নদীর সঙ্গে সংযুক্ত ড্রেনগুলো বন্ধ করে দিতে হবে। ৫. সবোর্পরি নদীর পানির দূষণ রোধে সরকারকে কঠোর আইন প্রণয়ন করতে হবে। প্রশ্ন. দূষিত পানি কী? তোমার এলাকা বন্যাকবলিত হলে তুমি কিভাবে বিশুদ্ধ পানি পান করতে পার সে সম্পকের্ ৪টি বাক্য লেখ। উত্তর : পানিতে ক্ষতিকর কোনো কিছু মিশে থাকলে সে পানিকে দূষিত পানি বলা হয়। বন্যার সময় পান করার জন্য বিশুদ্ধ পানি পাওয়া খুবই কঠিন হয়ে পড়ে। অনেক সময় পানি ফুটানোও সম্ভব হয় না। ফুটানো ছাড়া ছঁাকন বা থিতানো বদ্ধতিতে পানি পুরোপুরি জীবাণুমুক্ত করা সম্ভব হয় না। এ অবস্থায় আমি বিভিন্ন রাসায়নিক পদাথর্ (ফিটকিরি, বিøচিং পাউডার, হ্যালোজেন ট্যাবলেট ইত্যাদি) মিশিয়ে পানিকে জীবাণুমুক্ত করে পান করতে পারব। প্রশ্ন. বায়ুতে যে সব সময়ই কিছু জলীয় বাষ্প থাকে তা কিভাবে প্রমাণ করবে? উত্তর : বায়ুতে সব সময়ই কিছু জলীয় বাষ্প থাকে। নিচের পরীক্ষাটির সাহায্যে সহজেই তা প্রমাণ করা যায়Ñ একটি কাচের গøাসে কয়েক টুকরো বরফ নিই। তারপর কিছুক্ষণ রেখে দিই। লক্ষ্য করলে দেখব যে, গøাসের বাইরের গায়ে পানি জমে আছে।