নবম ও দশম শ্রেণির পড়াশোনা

প্রকাশ | ১৪ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

শাদমান শাহিদ, প্রভাষক আওলিয়ানগর এমএ ইন্টারমিডিয়েট কলেজ ব্রাহ্মণবাড়িয়া। য়
বহুনিবার্চনি প্রশ্নোত্তর অধ্যায় -৩ ২২। কমর্সংস্থানের প্রধান উৎস হলোÑ র. সরকারি প্রতিষ্ঠান রর. বেসরকারি প্রতিষ্ঠান ররর. যুব উন্নয়ন নিচের কোনটি সঠিক? (ক) র ও রর (খ) র ও ররর (গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর সঠিক উত্তর : (খ) র ও ররর ২৩। কোন বিশেষ কাজ যথাযথ সম্পাদন করার স্বাথের্ একান্ত প্রয়োজনÑ র. জ্ঞান রর. দক্ষতা ররর. প্রশিক্ষণ নিচের কোনটি সঠিক? (ক) র ও রর (খ) র ও ররর (গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর সঠিক উত্তর : (ঘ) র, রর ও ররর ২৪। দ্বীপ স্বল্প পুঁজি নিয়ে আত্মকমর্সংস্থানমূলক কাজে নিয়োজিত হতে চায়। তার জন্য উপযুক্ত ক্ষেত্র হবেÑ র. মাছের জাল তৈরি রর. মাটির বাসন তৈরি ররর. প্রিন্টিং অ্যান্ড পাবলিশিং নিচের কোনটি সঠিক? (ক) র ও রর (খ) র ও ররর (গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর সঠিক উত্তর : (ঘ) র, রর ও ররর উদ্দীপকটি পড় এবং ২৫ ও ২৬ নং প্রশ্নের উত্তর দাও। রুবেল তার বন্ধুদের নিকট থেকে কিছু অথর্ ঋণ নিয়ে ও নিজের জমানো অথর্ দিয়ে আর পরিশ্রমের ফলে সে তার এলাকায় একজন সফল ব্যবসায়ী হিসেবে পরিচিতি পেয়েছেন। ২৫। রুবেলের উদ্যোগকে কী বলা যায়? (ক) কমর্সংস্থান (খ) সাহসী উদ্যোগ (গ) স্বেচ্ছাচারিতা (ঘ) আত্মকমর্সংস্থান সঠিক উত্তর: (ঘ) আত্মকমর্সংস্থান ২৬। রুবেলের সাফল্য লাভের ক্ষেত্রে যে সব মনস্তাত্তি¡ক গুণাবলি সহায়তা করেছে তা হলোÑ র. ঝুঁকি গ্রহণের মনোভাব রর. উদ্ভাবনী শক্তি ও কঠোর পরিশ্রম করার মানসিকতা ররর. শিক্ষা, বয়স ও আকষর্ণীয় ব্যক্তিত্ব নিচের কোনটি সঠিক? (ক) র ও রর (খ) র ও ররর (গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর সঠিক উত্তর : (ঘ) র, রর ও ররর উদ্দীপকটি পড় এবং ২৭ ও ২৮ নং প্রশ্নের উত্তর দাও। সুমী গরিব পরিবারের মেয়ে। এইচএসসি পাস করার পর কিছুদিন প্রশিক্ষণ গ্রহণ করে তার নিজ এলাকায় একটি বিউটি পালার্র স্থাপন করেন। বতর্মানে তাদের পরিবারটির স্বচ্ছলতা ফিরে এসেছে। ২৭। সুমীর কাজটি কোন ধরনের? (ক) কুটির শিল্প (খ) আত্মকমর্সংস্থান (গ) শখের কাজ (ঘ) বিনোদন শিল্প সঠিক উত্তর: (খ) আত্মকমর্সংস্থান ২৮। সুমীর সফলতার কারণÑ র. দূরদশির্তা রর. দারিদ্রতা ররর. দক্ষতা নিচের কোনটি সঠিক? (ক) র ও রর (খ) র ও ররর (গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর সঠিক উত্তর: (গ) রর ও ররর