বিশ্ববিদ্যালয় ভতির্ প্রস্তুতি

সাধারণজ্ঞান

প্রকাশ | ১৪ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

মনিবুল রহমান চৌধুরী, অধ্যাপক জলঢাকা কলেজ, নীলফামারী য়
১৫০। বাংলাদেশে কতটি ক্যাডেট কলেজ রয়েছে? ক. ১২টি খ. ১০টি গ. ৯টি ঘ. ৭টি সঠিক উত্তর : খ. ১০টি ১৫১। কোনটিকে পযর্টকের রোগ বলা হয়? ক. টাইফয়েড খ. ম্যালেরিয়া গ. এইড্স ঘ. অ্যামিবিক আমাশয় সঠিক উত্তর : খ. ম্যালেরিয়া ১৫২। কে গুটি বসন্তের টিকা আবিষ্কার করেন? ক. বরাটর্ হুক খ. এডওয়াডর্ গ. পাস্তুর ঘ. সেবিন সঠিক উত্তর : গ. পাস্তুর ১৫৩। নিচের কোনটি ভিটামিন সি-এর অভাবজনিত রোগ? ক. রাতকানা খ. স্কাভির্ গ. মুখে ঘা ঘ. রক্তে জমাট না বাধা সঠিক উত্তর : খ. স্কাভির্ ১৫৪। মিসরের সভ্যতা কত হাজার বছরের পুরনো? ক. ৫ খ. ৭ গ. ৮ ঘ. ৬ সঠিক উত্তর : ক. ৫ ১৫৫। কে প্রথম প্রাদেশিক শিক্ষা সম্মেলনে (১৯০১ সালে) বাংলা ভাষাকে জাতীয় পযাের্য় স্বীকার করার আহŸান জানান? ক. মাওলানা আকরাম খঁা খ. সৈয়দ নওয়াব আলী চৌধুরী গ. ড. মুহম্মদ শহীদুল্লাহ ঘ. এএসএম নূরুল ভুঁইয়া সঠিক উত্তর : ক. মাওলানা আকরাম খঁা ১৫৬। ড. মুহাম্মদ ইউনূসের ক্ষুদ্রঋণ প্রকল্পের প্রারম্ভের জন্য কোন তথ্যটি সঠিক নয়? ক. ১৯৭৬ সালে খ. চট্টগ্রামের জোবরা গ্রামে গ. ৬০ জন সদস্য নিয়ে ঘ. প্রত্যেককে নিজ পকেট থেকে ১০০ টাকা করে ঋণ দিয়ে সঠিক উত্তর : প্রত্যেককে নিজ পকেট থেকে ১০০ টাকা করে ঋণ দিয়ে ১৫৭। বাংলাদেশের কোন ঔষধ উৎপাদনকারী প্রতিষ্ঠানটির লন্ডনের স্টকমাকেের্ট প্রবেশাধিকার রয়েছে? ক. সুয়ার খ. অপসোনিন গ. বেক্সিমকো ঘ. একমি সঠিক উত্তর : গ. বেক্সিমকো ১৫৮। নিম্নের কোন তথ্যটি সঠিক নয়? ক. চীনের পালাের্মন্টের নাম কংগ্রেস খ. পদ্মা নদীর উৎপত্তি স্থল হিমালয়ের গাঙ্গোত্রী হিমবাহ গ. ঢাকা মেডিকেল কলেজ ১৯৪৬ সালে প্রতিষ্ঠিত হয় ঘ. ঢাকা বিশ্ববিদ্যালয় ১৯২০ সালে প্রতিষ্ঠিত হয় সঠিক উত্তর : ঘ. ঢাকা বিশ্ববিদ্যালয় ১৯২০ সালে প্রতিষ্ঠিত হয়