দশম শ্রেণির পড়াশোনা বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা

প্রকাশ | ২৯ নভেম্বর ২০২০, ০০:০০

সুধীরবরণ মাঝি, শিক্ষক, হাইমচর সরকারি মহাবিদ্যালয়, হাইমচর, চাঁদপুর
প্রাচীন বাংলার অর্থনীতি কৃষিনির্ভর
আজ তোমাদের জন্য বহুনির্বাচনি প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করা হলো ১১৫। রোম নগরের প্রতিষ্ঠাতা হিসেবে কার নাম বিশেষভাবে উলেস্নখযোগ্য? (ক) রোমিউলাস (খ) এসিউলাস (গ) টুম্পাস (ঘ) ট্রিটন সঠিক উত্তর : (ক) রোমিউলাস ১১৬। কয়টি পর্বতশ্রেণির ওপর রোম অবস্থিত? (ক) পাঁচটি (খ) সাতটি (গ) নয়টি (ঘ) এগারোটি সঠিক উত্তর : (খ) সাতটি ১১৭। রোমান সভ্যতার জমিগুলো কেমন ছিল? (ক) অনুর্বর (খ) অরক্ষিত (গ) উর্বর ঘ) মরুময় সঠিক উত্তর : (গ) উর্বর ১১৮। স্পার্টকাস নিহত হয় কোন সময়ে? (ক) ৭০ খ্রিষ্টপূর্ব অব্দ (খ) ৭১ খ্রিষ্টপূর্ব অব্দ (গ) ৭২ খ্রিষ্টপূর্ব অব্দ (ঘ) ৭৩ খ্রিষ্টপূর্ব অব্দ সঠিক উত্তর : (খ) ৭১ খ্রিষ্টপূর্ব অব্দ ১১৯। রোমান সাম্রাজ্যের পতন ঘটে কখন? (ক) ৪৭৬ খ্রিষ্টাব্দে (খ) ৪৭৭ খ্রিষ্টাব্দে (গ) ৪৭৮ খ্রিষ্টাব্দে (ঘ) ৪৭৯ খ্রিষ্টাব্দে সঠিক উত্তর : (ক) ৪৭৬ খ্রিষ্টাব্দে ১২০। পৃথিবীর সবচেয়ে বড় নাট্যশালা কোনটি? (ক) লন্ডন নাট্যশালা (খ) কলোসিয়াম নাট্যশালা (গ) কলকাতা নাট্যশালা (ঘ) ভিয়েতনাম নাট্যশালা সঠিক উত্তর : (খ) কলোসিয়াম নাট্যশালা পঞ্চম অধ্যায় ১। প্রাচীনকাল থেকে বিশ্ববিখ্যাত কোন কাপড় বাংলায় তৈরি হতো? (ক) রেয়ন (খ) রেশমি (গ) মসলিন (ঘ) পশমি সঠিক উত্তর: (গ) মসলিন ২। প্রাচীন বাংলার অর্থনীতিকে কৃষিনির্ভর বলা হয়, কেননা এ সময়ে- (র) বাংলার প্রধান ফসল ছিল ধান; (রর) ইক্ষু, তুলা ও পান চাষের জন্য বাংলার খ্যাতি ছিল (ররর) প্রধান অর্থকরী ফসল ছিল পাট। নিচের কোনটি সঠিক? (ক) র (খ) রর (গ) রর ও ররর (ঘ) র ও রর সঠিক উত্তর: (ঘ) র ও রর নিচের উদ্দীপকটি পড় এবং ৩ ও ৪নং প্রশ্নের উত্তর দাও : কবিতা গ্রীষ্মের ছুটিতে মা-বাবার সঙ্গে কুমিলস্নার ময়নামতিতে শালবন বিহার পরিদর্শনে যায়। সেখানে গিয়ে লক্ষ্য করে যে, বিহারের মাঝখানে উঁচু ঢিবির ওপর কেন্দ্রীয় মন্দির, চারপাশে বৌদ্ধ ভিক্ষুদের জন্য অসংখ্য কক্ষ, দেয়ালে টেরাকাটা অঙ্কন। সবকিছু মিলিয়ে অপূর্ব প্রাচীন নিদর্শন। ৩। কবিতার দেখা প্রাচীন নিদর্শনের বৈশিষ্ট্যের সঙ্গে প্রাচীন বাংলার কোন নিদর্শনের মিল খুঁজে পাওয়া যায় ? (ক) ঢাকার আশরাফপুরের (খ) চট্টগ্রামের ঝেওয়ারির (গ) নওগাঁর পাহাড়পুরের (ঘ) বাঁকুড়ার বহুলাড়ার সঠিক উত্তর: (ঘ) বাঁকুড়ার বহুলাড়ার। ৪। ওই প্রাচীন নিদর্শনবৈশিষ্ট্য পরিলক্ষিত হয়- (র) বৌদ্ধদের নির্মিত (রর) জ্ঞান সাধনার স্থান (ররর) দেশে-বিদেশে যথেষ্ট খ্যাতি রয়েছে। নিচের কোনটি সঠিক? (ক) র ও রর (খ) র ও ররর (গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর সঠিক উত্তর: (ঘ) র, রর ও ররর ৫। আর্য ধর্মের বিবর্তনে নিচের কোনটির প্রভাব? (ক) আন্তর্জাতিক ধর্ম বিশ্বাস (খ) স্থানীয় ধর্ম বিশ্বাস (গ) ঋষিদের ধর্ম বিশ্বাস (ঘ) জনসাধারণের ধর্ম বিশ্বাস সঠিক উত্তর: (খ) স্থানীয় ধর্ম বিশ্বাস। ৬। পাল শাসনের আমলেও কোন ধর্মের প্রভাব অটুট ছিল ? (ক) সনাতন ধর্মের (খ) বৈদিক ধর্মের (গ) ইসলাম ধর্মের (ঘ) জৈন ধর্মের সঠিক উত্তর: (গ) ইসলাম ধর্মের। ৭। প্রাচীন বাংলার শিল্পকলা ধ্বংস হওয়ার যথার্থ কারণ কোনটি? (ক) নানাবিধ কারণ (খ) রুচিবোধের পরিবর্তন (গ) যুগের পরিবর্তন (ঘ) সময়ের পরিবর্তন সঠিক উত্তর: (ক) নানাবিধ কারণ। ৮। প্রাচীন বাংলার সবচেয়ে প্রাচীন মন্দির হিসেবে ধারণা করা হয় নিচের কোনটিকে? (ক) বরাকরের মন্দির (খ) বৌদ্ধ মন্দির (গ) রাম মন্দির (ঘ) শিব মন্দির সঠিক উত্তর: (ক) বরাকরের মন্দির। ৯। গুপ্তযুগের মূর্তিগুলো কেমন ছিল? (ক) কদর্য (খ) উন্নতমানের (গ) কদাকার (ঘ) নিম্নমানের \হসঠিক উত্তর: (খ) উন্নতমানের। নিচের উদ্দীপকের আলোকে ১০ ও ১১নং প্রশ্নের উত্তর দাও : আমাদের খুব পরিচিত 'ক' নামক অঞ্চলে উৎপাদিত পণ্য বিদেশে খুব সমাদৃত ছিল। কালের বিবর্তনে তা হারিয়ে গেছে এবং বর্তমানে তা পুনঃউদ্ধারের চেষ্টা চলছে। ১০। 'ক' নামক অঞ্চলের সঙ্গে কোন অঞ্চলের সাদৃশ্য রয়েছে ? (ক) মালদহ (খ) উড়িষ্যা (গ) বাংলা (ঘ) বিহার সঠিক উত্তর: (গ) বাংলা। ১১। উদ্দীপকে আলোচিত বিষয়টি যার পরিচায়ক- (র) মসলিন শাড়ি (রর) জামদানি শাড়ি (ররর) রেশমি শাড়ি নিচের কোনটি সঠিক? (ক) র (খ) রর (গ) র ও ররর (ঘ) র,রর ও ররর সঠিক উত্তর: (ক) র ১২। বঙ্গে প্রাচুর্য ছিল- (র) কৃষিকাজের (রর) প্রাকৃতিক দ্রব্যের (ররর) শিল্প দ্রব্যের নিচের কোনটি সঠিক? (ক) র (খ) র ও ররর (গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর সঠিক উত্তর: (খ) র ও ররর