দশম শ্রেণির পড়াশোনা

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা

প্রকাশ | ০২ ডিসেম্বর ২০২০, ০০:০০

সুধীরবরণ মাঝি, শিক্ষক, হাইমচর সরকারি মহাবিদ্যালয়, হাইমচর, চাঁদপুর য়
প্রাচীনকালে কীভাবে গ্রাম গড়ে তুলত?
পঞ্চম অধ্যায় ৫৩। প্রাচীনকালের ব্যবসায়-বাণিজ্যের মাধ্যম হিসেবে নিচের কোনটি অধিক কার্যকর ছিল? (ক) বিনিময় প্রথা (খ) কর প্রথা (গ) দাস প্রথা (ঘ) সামাজিক প্রথা। সঠিক উত্তর: (ক) বিনিময় প্রথা। ৫৪। বাংলার ধনসম্পদ ও ঐশ্বর্য বাড়ার কারণ হিসেবে কোনটি অধিক যুক্তিযুক্ত? (ক) কৃষির উন্নতি (খ) জীবনযাত্রার মান বৃদ্ধি (গ) শিল্পের উন্নতি (ঘ) খনিজসম্পদের প্রাচুর্যতা। সঠিক উত্তর: (গ) শিল্পের উন্নতি। ৫৫। বাংলার সবচেয়ে প্রচীন স্তূপের নিদর্শন হিসেবে নিচের কোনটি অধিক পরিচিত? (ক) পাহাড়পুরের ব্রোঞ্চস্তূপ (খ) আশরাফপুরের ব্রোঞ্চস্তূপ (গ) মহাস্তানগড়ের ব্রোঞ্চস্তূপ (ঘ) ময়নামতির ব্রোঞ্চস্তূপ সঠিক উত্তর: (খ) আশরাফপুরের ব্রোঞ্চস্তূপ। ৫৬। বাংলা প্রাচীনকালেই বিখ্যাত হয়ে উঠেছিল কেন? (ক) বস্ত্র শিল্পের জন্য (খ) কৃষির জন্য (গ) খেলাধুলার জন্য (ঘ) মৎস্য শিল্পের জন্য। সঠিক উত্তর: (ক) বস্ত্র শিল্পের জন্য। ৫৭। প্রাচীনকালে কীভাবে গ্রাম গড়ে তুলত? (ক) মহিলা পুরুষ ভিন্ন ভিন্নভাবে (খ) সবাই মিলে একত্রে (গ) যার যার মতো করে (ঘ) আলাদা আলাদাভাবে। সঠিক উত্তর: (খ) সবাই মিলে একত্রে। ৫৮। আর্যদের সমাজের অত্যন্ত প্রয়োজনীয় অঙ্গ ছিল কোনটি? (ক) ধর্ম প্রথা (খ) দাস প্রথা (গ) জাতিভেদ প্রথা (ঘ) যুদ্ধ প্রথা। সঠিক উত্তর: (গ) জাতিভেদ প্রথা। ৫৯। বৈশ্যদের পেশা কি ছিল? (ক) কৃষিকাজ করা (খ) যুদ্ধ করা (গ) জ্ঞানদান করা \হ(ঘ) ব্যবসাবাণিজ্য করা। সঠিক উত্তর: (ঘ) ব্যবসাবাণিজ্য করা। ৬০। বাঙালির বৈশিষ্ট্য হিসেবে নিচের অধিক যুক্তিযুক্ত? (ক) মধ্যম আকৃতির দেহ (খ) সাদা চুল (গ) শ্বেতাঙ্গ (ঘ) ছোট আকৃতির দেহ। সঠিক উত্তর: (ক) মধ্যম আকৃতির দেহ। ষষ্ঠ অধ্যায় ১। বারো ভূঁইয়া কারা? (ক) মুঘল জমিদার (খ) মুঘল সেনাপতি (গ) বিহারের জমিদার (ঘ) বাংলার জমিদার সঠিক উত্তর : (ঘ) বাংলার জমিদার ২। ইওয়াজ খলজির সাহিত্যের অন্যতম কৃতিত্ব হলো- (র) গৌড়ের জুমা মসজিদ নির্মাণ (রর) সুফি ও সৈয়দদের আশ্রয় দান (ররর) সুধীগণকে সহায়তা না দেওয়া নিচের কোনটি সঠিক? (ক) র ও রর (খ) র ও ররর (গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর সঠিক উত্তর : (ক) র ও রর \হ নিচের উদ্দীপকটি পড়ো এবং ৩ ও ৪নং প্রশ্নের উত্তর দাও নূর হোসেন দ্বিতীয়বার চেয়ারম্যান হয়ে এলাকাবাসীকে রক্ষা করার জন্য শক্তিশালী লাঠিয়াল বাহিনী এবং অনেক খাল খনন করেন। তিনি পণ্য এবং চলাচলের জন্য রাস্তা নির্মাণ করেন। \হ ৩। উদ্দীপকে কোন শাসকের কর্মকান্ড ফুটে উঠেছে? (ক) ইওয়াজ খলজি (খ) বখতিয়ার খলজি (গ) মাহমুদ শাহ (ঘ) ইলিয়াস শাহ সঠিক উত্তর : (ক) ইওয়াজ খলজি ৪। উক্ত শাসকের আমলে ঘটেছে- (র) ব্যবসা-বাণিজ্যের উন্নতি (রর) রাজধানী হস্তান্তর (ররর) প্রজা নির্যাতন নিচের কোনটি সঠিক? (ক) র (খ) র ও রর গ) র ও ররর (ঘ) র, রর ও ররর সঠিক উত্তর : (খ) র ও রর \হ ৫। ইলিয়াস শাহের স্বপ্ন কী ছিল? (ক) শিক্ষক হওয়া (খ) চিকিৎসক হওয়া (গ) সাহিত্যিক হওয়া (ঘ) বাংলার অধিপতি হওয়া সঠিক উত্তর : (ঘ) বাংলার অধিপতি হওয়া \হ ৬। 'বুলগাকপুর' শব্দের অর্থ কী? (ক) শান্তির নগরী (খ) স্বপ্নের নগরী (গ) বিদ্রোহের নগরী (ঘ) ফসলের নগরী সঠিক উত্তর : (গ) বিদ্রোহের নগরী \হ ৭। গিয়াসউদ্দীন আযম শাহের পর কে সিংহাসনে বসেন? (ক) সাইফুদ্দীন হামজা শাহ (খ) আলাউদ্দীন হোসেন শাহ (গ) নাসির উদ্দীন মাহমুদ শাহ (ঘ) সিকান্দার শাহ সঠিক উত্তর : (ক) সাইফুদ্দীন হামজা শাহ ৮। শামসুদ্দীন আহমদ শাহের হত্যাকরী কে? (ক) মাসুদ জনি (খ) নাসির খান (গ) তুঘলক খান (ঘ) সিকান্দার শাহ সঠিক উত্তর : (খ) নাসির খান ৯। ইলিয়াস শাহ কাকে খুব শ্রদ্ধা করতেন? (ক) পিতামাতাকে (খ) গুরুজনকে (গ) ফকির-দরবেশদের (ঘ) শিক্ষকদের সঠিক উত্তর : (গ) ফকির-দরবেশদের নিচের উদ্দীপকের আলোকে ১০ ও ১১নং প্রশ্নের উত্তর দাও সম্রাট 'ক' দায়িত্বভার গ্রহণ করে দেশে শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠায় আত্মনিয়োগ করেন। তার সময়ে হিন্দু-মুসলমান সম্প্রীতি স্থাপনের প্রচেষ্টা সমাজজীবনকে প্রভাবিত করেছিল। তার ২৬ শাসনকালে বঙ্গের জ্ঞান-বিজ্ঞান ও শিল্পকলার অনেক উন্নতি সাধিত হয়েছে। ১০। উদ্দীপকের 'ক' সম্রাটের সঙ্গে তোমার পাঠ্যবইয়ের কোন সুলতানের মিল রয়েছে? (ক) ইলিয়াস শাহ (খ) আলাউদ্দীন হোসেন শাহ (গ) মাহমুদ শাহ (ঘ) সিকান্দার শাহ সঠিক উত্তর : (খ) আলাউদ্দীন হোসেন শাহ ১১। উক্ত সুলতানের সময় রাজ্যে- (র) নিচ বংশজাত সব কর্মচারীকে বরখাস্ত করা হয় (রর) কামরূপ ও কামতা জয় করেন (ররর) আসাম অভিযানে সফল হন নিচের কোনটি সঠিক? (ক) র ও রর (খ) রর (গ) র ও ররর (ঘ) র, রর ও ররর সঠিক উত্তর : (ক) র ও রর ১২। সুলতান নুসরাত জনগণের প্রতি ছিলেন- (র) কঠোর (রর) সহনশীল (ররর) সহৃদয় নিচের কোনটি সঠিক? (ক) র ও রর (খ) রর ও ররর (গ) ররর (ঘ) র, রর ও ররর সঠিক উত্তর : (খ) রর ও ররর