অষ্টম শ্রেণির পড়াশোনা

বিজ্ঞান

প্রকাশ | ০২ ডিসেম্বর ২০২০, ০০:০০

মো. মাসুদ খান, প্রধান শিক্ষক, ডেমরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা য়
উদ্ভিদের বৃদ্ধি
অধ্যায় : ৫ ১। কোন হরমোন উদ্ভিদে ফুল উৎপন্ন করে? উত্তর : ফ্লোরিজেন ২। অক্সিন আবিষ্কার করেন কে? উত্তর : চার্লস ডারউইন ৩। চারাগাছ, বীজপত্র ও পত্রের বর্ধিষ্ণু অঞ্চলে দেখা যায় কোন হরমোন? উত্তর : জিব্বেরেলিন ৪। কোন হরমোনের প্রভাবে উদ্ভিদের পর্বমধ্যগুলো দৈর্ঘ্যে বৃদ্ধি পায়? উত্তর : জিব্বেরেলিন ৫। খাটো উদ্ভিদে কোন হরমোন প্রয়োগ করলে উদ্ভিদটি অন্যান্য উদ্ভিদ থেকেও অধিক লম্বা হয়? উত্তর : জিব্বেরেলিন ৬। কোন হরমোন গ্যাসীয় পদার্থ? উত্তর : ইথিলিন ৭। কোন হরমোন ফল পাকাতে সাহায্য করে? উত্তর : ইথিলিন ৮। ছোট দিনের উদ্ভিদ- উত্তর : চন্দ্রমলিস্নকা ৯। কোন হরমোনের প্রভাবে চারাগাছে বিকৃত বৃদ্ধি লক্ষ্য করা যায়? উত্তর : ইথিলিন ১০। কোন হরমোন ফল, ফুল, বীজ, পাতা ও মূলেও দেখা যায়? উত্তর : ইথিলিন ১১। কোন হরমোন প্রয়োগে ফলের মোচন প্রলম্বিত হয়? উত্তর : অক্সিন ১২। কোন এসিড ক্ষতস্থান পূরণে সাহায্য করে? উত্তর : ইন্ডোল অ্যাসিটিক এসিড ১৩। স্নায়ুতন্ত্রের গঠন ও কার্যকরী একককে কী বলে? উত্তর : নিউরন ১৪। নিউরনের প্রধান অংশ কয়টি? উত্তর : দুটি ১৫। নিউরনের কোন অংশে সেন্ট্রিওল থাকে না? উত্তর : কোষদেহে ১৬। কোষদেহ থেকে উৎপন্ন শাখা-প্রশাখাকে কী বলে? উত্তর : প্রলম্বিত অংশ ১৭। নিউরনের প্রধান দুটি অংশের নাম লিখ। উত্তর : কোষদেহ ও প্রলম্বিত অংশ ১৮। প্রলম্বিত অংশ কত প্রকার ও কী কী? উত্তর : ২ প্রকার। যথা- অ্যাক্সন ও ডেনড্রন। ১৯। কোষদেহ থেকে উৎপন্ন লম্বা সুতার মতো অংশকে কী বলে? উত্তর : অ্যাক্সন ২০। একটি নিউরনে কয়টি অ্যাক্সন থাকে? উত্তর : একটি ২১। কোষদেহের চারদিক থেকে উৎপন্ন শাখা-প্রশাখাগুলোকে কী বলে? উত্তর : ডেনড্রন ২২। ডেনড্রন থেকে সৃষ্ট শাখাগুলোকে কী বলে? উত্তর : ডেনড্রাইট ২৩। একটি স্নায়ুকোষের অ্যাক্সন অন্য একটি স্নায়ুকোষের ডেনড্রনের সঙ্গে মিলিত হওয়াকে কী বলে? উত্তর : সিন্যাপস ২৪। কীসের মাধ্যমে স্নায়ুতাড়না এক স্নায়ুকোষ থেকে অন্য স্নায়ুকোষে পরিবাহিত হয়? উত্তর : সিন্যাপসের ২৫। মস্তিষ্কের স্মৃতিধারণ করা কীসের কাজ? উত্তর : নিউরনের ২৬। প্রাণীদেহের বিভিন্ন অঙ্গের মধ্যে কাজের সমন্বয় সাধন করা কীসের কাজ? উত্তর : নিউরনের