ষষ্ঠ শ্রেণির পড়াশোনা

বাংলা প্রথমপত্র

প্রকাশ | ০২ ডিসেম্বর ২০২০, ০০:০০

সামছুর রহমান রুমান, শিক্ষক, শিক্ষা নিকেতন, চাঁদপুর য়
মানুষ জাতি ৭। 'জন্মবেদি' মানে- ক. জন্মক্ষণ খ. জন্মস্থান গ. জন্মপরিচয় ঘ. জন্মসূত্র সঠিক উত্তর : খ. জন্মস্থান ৮। 'সূতিকাগৃহ' শব্দটির প্রতিশব্দ কোনটি? ক. আপনঘর খ. জন্মস্থান গ. সুতি কাপড়ের গৃহ ঘ. সুতার গৃহ সঠিক উত্তর : খ. জন্মস্থান ৯। হিন্দু সম্প্রদায় কয়টি বর্ণে বিভক্ত? ক. চার খ. পাঁচ গ. দুই ঘ. তিন সঠিক উত্তর : ক. চার ১০। যারা 'সম্ভ্রান্ত' তাদের কী বলা হয়? ক. ধনী খ. তালুকদার গ. শিকদার ঘ. বনেদি সঠিক উত্তর : ঘ. বনেদি ১১। ধর্মে-বর্ণে যে পার্থক্য লক্ষ্য করা যায় তার প্রকৃতি কেমন? ক. অকৃত্রিম খ. বাস্তব গ. স্থায়ী ঘ. কৃত্রিম সঠিক উত্তর : ঘ. কৃত্রিম ১২। মানুষের প্রকৃত স্বভাব বোঝা যায় কখন? ক. ক্ষুধা পেলে খ. আঁচড় লাগলে গ. রক্ত বের হলে ঘ. রাগলে সঠিক উত্তর : ঘ. রাগলে ১৩। কাউকে কী হিসেবে মূল্যায়ন করলে যথাযথ সম্মান দেখানো হয়? ক. মানুষ খ. ব্রাহ্মণ গ. বনেদি ঘ. গোত্র সঠিক উত্তর : ক. মানুষ ১৪। একজন দরিদ্র ও কালো মানুষকে আমরা সম্মান করব কেন? ক. তিনি সুবিধাবঞ্চিত বলে খ. তিনি মানুষ বলে গ. তিনি দুঃখী বলে ঘ. তিনি অভাবী বলে সঠিক উত্তর : খ. তিনি মানুষ বলে ১৫। কবি মানুষকে কোথায় স্থান দিয়েছেন? ক. সবার ওপরে খ. প্রাণীদের ওপরে গ. জগতের ওপরে ঘ. ধর্ম ও বর্ণের ওপরে সঠিক উত্তর : ঘ. ধর্ম ও বর্ণের ওপরে ১৬। পৃথিবীর সব মানুষকে নিয়েই গড়ে উঠেছে কোনটি? ক. বিশ্বব্রহ্মান্ড খ. একেকটি দেশ গ. মহাবিশ্ব ঘ. মানুষ জাতি সঠিক উত্তর : ঘ. মানুষ জাতি