জানার আছে অনকে কচিু

প্রকাশ | ০২ ডিসেম্বর ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
প্রশ্ন: 'কবর' কবিতাটির রচয়িতা কে? উত্তর: জসীমউদ্দীন। প্রশ্ন: 'কবর' কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? উত্তর: রাখালী প্রশ্ন: 'কৃষ্ণপক্ষ' গ্রন্থটির রচয়িতা কে? উত্তর: আব্দুল গাফ্‌ফার চৌধুরী। প্রশ্ন: 'কাঁদো নদী কাঁদো' উপন্যাসের রচয়িতা কে? উত্তর: সৈয়দ ওয়ালীউলস্নাহ। প্রশ্ন: 'খেয়া' রবীন্দ্রনাথের কোন ধরনের রচনা? উত্তর: কাব্য রচনা। প্রশ্ন: 'গ্রানাডার শেষ বীর' গ্রন্থটির রচয়িতা কে? উত্তর: এস ওয়াজেদ আলী। প্রশ্ন: গোলাম মোস্তফার বিখ্যাত গ্রন্থ কোনটি? উত্তর: বিশ্বনবী। প্রশ্ন: 'চোখের বালি' উপন্যাসটি কে লিখেছেন? উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর।