শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

দশম শ্রেণির পড়াশোনা (বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা)

সুধীরবরণ মাঝি, শিক্ষক, হাইমচর সরকারি মহাবিদ্যালয়, হাইমচর, চাঁদপুর য়
  ০৩ ডিসেম্বর ২০২০, ০০:০০
ইংরেজ শাসন

আজ তোমাদের জন্য বহুনির্বাচনি প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করা হলো

ষষ্ঠ অধ্যায়

১৩। তুঘরিল কী নামে দুর্গ নির্মাণ করেছিলেন?

(ক) নারকিলস্না

(খ) আন্দরকিলস্না

(গ) বারকিলস্না

(ঘ) মেহেরকিলস্না

সঠিক উত্তর : (ক) নারকিলস্না

১৪। বুঘরা খানের মন ভেঙে যায় কেন?

(ক) শের খানের মৃতু্য সংবাদে

(খ) কায়কোবাদের মৃতু্য সংবাদে

(গ) বরহম খানের মৃতু্য সংবাদে

(ঘ) কদর খানের মৃতু্য সংবাদে

সঠিক উত্তর : (খ) কায়কোবাদের মৃতু্য সংবাদে

১৫। প্রথম তুর্কি শাসনকর্তা কে ছিলেন?

(ক) ইওয়াজ খলজি

(খ) নাসিরউদ্দীন লস্কর

(গ) নাসিরউদ্দীন মাহমুদ

(ঘ) নাসিরউদ্দীন বেগ

সঠিক উত্তর : (গ) নাসিরউদ্দীন মাহমুদ

১৬। বারো ভূঁইয়াদের দমনের ক্ষেত্রে সম্পৃক্ত-

(র) সম্রাট হুমায়ুন

(রর) সম্রাট জাহাঙ্গীর

(ররর) মুঘল সুবেদারগণ

নিচের কোনটি সঠিক?

(ক) র ও রর (খ) রর ও ররর

(গ) র ও ররর (ঘ) র, রর ও ররর

সঠিক উত্তর : (খ) রর ও ররর

১৭। ফিরোজ শাহের মৃতু্যর পর বাংলার সিংহাসনে বসেন কে?

(ক) কদর খান

(খ) ইওয়াজ খলজি

(গ) ইব্রাহিম

(ঘ) গিয়াসউদ্দীন বাহাদুর শাহ

সঠিক উত্তর : (ঘ) গিয়াসউদ্দীন বাহাদুর শাহ

১৮। দীর্ঘ দিনের চেষ্টার পর শায়েস্তা খান কাদের বিতাড়িত করেন?

(ক) ইংরেজদের

(খ) মারাঠিদের

(গ) মৌর্যদের

(ঘ) সেনদের

সঠিক উত্তর : (ক) ইংরেজদের

১৯। সরফরাজ খানের সময়ে দেশজুড়ে বিশৃঙ্খলা দেখা দেওয়ার যথার্থ কারণ কোনটি?

(ক) তার অযোগ্যতা

(খ) তার অদক্ষতা

(গ) তার দুর্বলতা

(ঘ) তার উদারতা

সঠিক উত্তর : (ক) তার অযোগ্যতা

২০। প্রখ্যাত কবি হাফিজ কোন দেশের অধিবাসী ছিলেন?

(ক) ভারত

(খ) চীন

(গ) পারস্য

(ঘ) মিশর

সঠিক উত্তর : (গ) পারস্য

২১। বখতিয়ার খলজির ক্ষেত্রে প্রযোজ্য-

(র) তিনি ছিলেন জাতিতে তুর্কি

(রর) তিনি ছিলেন খলজি বংশের

(ররর) তিনি ছিলেন ভাগ্যান্বেষী সৈনিক

নিচের কোনটি সঠিক?

(ক) র ও রর (খ) রর

(গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর

সঠিক উত্তর : (ঘ) র, রর ও ররর

২২। আজম শাহ কার সঙ্গে বন্ধুত্ব স্থাপন করেন?

(ক) খান জাহানের সঙ্গে

(খ) মালধর সঙ্গে

(গ) খান রহমানের সঙ্গে

(ঘ) ফখরুদ্দীনের সঙ্গে

সঠিক উত্তর : (ক) খান জাহানের সঙ্গে

২৩। ইলিয়াস শাহের গুরুত্বপূর্ণ সাফল্য ছিল নিচের কোনটি?

(ক) উত্তর বাংলা অধিকার

(খ) দক্ষিণ বাংলা অধিকার

(গ) পূর্ব বাংলা অধিকার

(ঘ) পশ্চিম বাংলা অধিকার

সঠিক উত্তর : (গ) পূর্ব বাংলা অধিকার

২৪। জাহাঙ্গীরনগর নামটির সঙ্গে সাদৃশ্য রয়েছে নিচের কোনটির?

(ক) বরিশাল

(খ) খুলনা

(গ) চট্টগ্রাম

(ঘ) ঢাকা

সঠিক উত্তর : (ঘ) ঢাকা

২৫। রাজা গণেশ কয়বার সিংহাসনে বসেছিলেন?

(ক) একবার

(খ) দুইবার

(গ) তিনবার

(ঘ) চারবার

সঠিক উত্তর : (খ) দুইবার

২৬। সুলতান গিয়াসউদ্দীন আযম শাহ কেমন ছিলেন?

(ক) ন্যায়বিচারক

(খ) মিথ্যাবাদী

(গ) নির্যাতনকারী

(ঘ) জুলুমকারী

সঠিক উত্তর : (খ) মিথ্যাবাদী

২৭। বাংলায় ইংরেজ শাসনের ভিত্তি স্থাপিত হয় কীভাবে?

(ক) পানিপথের প্রথম যুদ্ধের মাধ্যমে

(খ) পলাশীর যুদ্ধের মাধ্যমে

(গ) বক্সার যুদ্ধের মাধ্যমে

(ঘ) পানিপথের দ্বিতীয় যুদ্ধের মাধ্যমে

\হসঠিক উত্তর : (খ) পলাশীর যুদ্ধের মাধ্যমে

২৮। বখতিয়ার খলজি কাদের পরাজিত করে বাংলায় মুসলিম শাসনের সূচনা করে?

(ক) সেন রাজাদের

(খ) পাল রাজাদের

(গ) গুপ্ত রাজাদের

(ঘ) মৌর্যবংশীয়দের

সঠিক উত্তর : (ক) সেন রাজাদের

২৯। খলজি মালিকরা কীভাবে বিদ্রোহ করেন?

(ক) একজোট হয়ে

(খ) এককভাবে

(গ) বিচ্ছিন্নভাবে

(ঘ) নিজেদের মতো করে

সঠিক উত্তর : (ক) একজোট হয়ে

৩০। রাজা গণেশের অন্যতম কৃতিত্ব হচ্ছে-

(র) হিন্দু শাসন প্রতিষ্ঠা

(রর) অর্থনৈতিক পুনর্গঠন

(ররর) ইলিয়াস শাহিদের উৎখাত

নিচের কোনটি সঠিক ?

(ক) র ও রর (খ) র ও ররর

(গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর

সঠিক উত্তর : (খ) র ও ররর

নিচের উদ্দীপকটি পড়ো এবং ৩১, ৩২ ও ৩৩নং প্রশ্নের উত্তর দাও:

হাসি লাইব্রেরিতে বই পড়তে গিয়ে একটি বইয়ের কভার পেজে দেখতে পায় স্বাধীন সুলতানী আমল ১৩৩৮-১৫৩৮ খ্রিষ্টাব্দ লেখা রয়েছে। সে আগ্রহ নিয়ে বইটি পড়তে শুরু করে

৩১। উদ্দীপকে লেখার সময় কাল কোন অঞ্চলের শাসকদের ব্যর্থতার পরিচয় বহন করে?

(ক) বাংলা

(খ) বখতিয়ার খলজি

(গ) উড়িষ্যা

(ঘ) বিহার

সঠিক উত্তর : (গ) উড়িষ্যা

৩২। উক্ত আসনটির সূচনাকারী হলেন-

(ক) কায়কোবাদ

(খ) ফররুফ আহমদ

(গ) শাহ মুহম্মদ সগীর

(ঘ) ফখরুদ্দিন মুবারক শাহ

সঠিক উত্তর : (ঘ) ফখরুদ্দিন মুবারক শাহ

৩৩। উক্ত বংশের শাসনামলে ঘটেছিল-

(র) শাহ-ই-বাঙালি উপাধি

(রর) চাঁদপুর থেকে চট্টগ্রাম রাজপথ নির্মাণ

(ররর) ৩০০ বছরের শাসন

নিচের কোনটি সঠিক?

(ক) র ও রর (খ) রর ও ররর

(গ) র ও ররর (ঘ) র, রর ও ররর

সঠিক উত্তর : (ক) র ও রর

৩৪। মানসিংহ কার ডাকে আগ্রায় ফিরে যান?

(ক) সম্রাটের

(খ) ফকিরের

(গ) সত্য পীরের

(ঘ) মন্ত্রীর

সঠিক উত্তর :(ক) সম্রাটের

৩৫। 'ইউছুফ জুলেখা' কাব্যগ্রন্থের রচয়িতা কে?

(ক) ফররুফ আহমদ

(খ) শাহ মুহম্মদ সগীর

(গ) শেখ শাদী

(ঘ) আলাওল

সঠিক উত্তর : (খ) শাহ মুহম্মদ সগীর

৩৬। নুসরত শাহ কর্তৃক দেশের বিভিন্ন স্থানে লাইব্রেরি স্থাপনের যথার্থ কারণ কোনটি?

(ক) ধর্মের প্রসার

(খ) গানের প্রসার

(গ) শিক্ষার প্রসার

(ঘ) সুনাম প্রসার

সঠিক উত্তর : (গ) শিক্ষার প্রসার

৩৭। বাংলায় সুবেদারী শাসন প্রতিষ্ঠা হয় কখন?

(ক) ১৬০৭ খ্রিষ্টাব্দে

(খ) ১৬০৮ খ্রিষ্টাব্দে

(গ) ১৬০৯ খ্রিষ্টাব্দে

(ঘ) ১৬১০ খ্রিষ্টাব্দে

সঠিক উত্তর : (ঘ) ১৬১০ খ্রিষ্টাব্দে

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে