শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

অস্টম শ্রেণির পড়াশোনা (বিজ্ঞান)

মো. মাসুদ খান, প্রধান শিক্ষক, ডেমরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা য়
  ০৩ ডিসেম্বর ২০২০, ০০:০০
মস্তিষ্ক

আজ তোমাদের জন্য জ্ঞানমূলক প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করা হলো

অধ্যায় : ৫

২৭। স্নায়ুতন্ত্রকে কয় ভাগে ভাগ করা হয়?

উত্তর : ৩ ভাগে

২৮। স্নায়ুতন্ত্রের ভাগগুলোর নাম লিখ।

উত্তর : কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, প্রান্তীয় স্নায়ুতন্ত্র ও স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র।

২৯। সমগ্র স্নায়ুতন্ত্রের চালক কে?

উত্তর : মস্তিষ্ক

৩০। মানুষের মস্তিষ্ক কীসের মধ্যে সুরক্ষিত?

উত্তর : করোটির

৩১। মস্তিষ্ক কোন পর্দা দ্বারা আবৃত?

উত্তর : মেনিনজেস

৩২। মানুষের মস্তিষ্কের প্রধান অংশ কয়টি ও কী কী?

উত্তর : ৩টি। যথা : গুরুমস্তিষ্ক, মধ্যমস্তিষ্ক ও পশ্চাৎ বা লঘুমস্তিষ্ক

৩৩। মস্তিষ্কের প্রধান অংশের নাম কী?

উত্তর : গুরুমস্তিষ্ক বা সেরিব্রাম

৩৪। সেরিব্রাম কোন কোন খন্ডে বিভক্ত?

উত্তর : ডান ও বাম খন্ডে

৩৫। সেরিব্রামের ডান ও বাম খন্ডকে কী বলে?

উত্তর : ডান ও বাম সেরিব্রাল হেমিস্ফিয়ার

৩৬। মানব মস্তিষ্কে অধিকতর উন্নত ও সুগঠিত-

উত্তর : সেরিব্রাল হেমিস্ফিয়ার

৩৭। সেরিব্রামের দুই খন্ড কী দ্বারা সংযুক্ত?

উত্তর : স্নায়ুতন্ত্র

৩৮। গুরুমস্তিষ্কের উপরিভাগ কেমন?

উত্তর : ঢেউ তোলা ও ধূসর বর্ণের

৩৯। কাকে গ্রেম্যাটার বলা হয়?

উত্তর : গুরুমস্তিষ্ক বা সেরিব্রামকে

৪০। গুরুমস্তিষ্ক বা সেরিব্রামকে গ্রেম্যাটার বা ধূসর পদার্থ বলা হয় কেন?

উত্তর : এটি দেখতে ধূসর বর্ণের হওয়ায়

৪১। গুরুমস্তিষ্কের অন্তঃস্তরে কেবলমাত্র কী থাকে?

উত্তর : স্নায়ুতন্ত্র

৪২। স্নায়ুতন্ত্রের রঙ কী?

উত্তর : সাদা

৪৩। মস্তিষ্কে ভেতরের স্তরের নাম কী?

উত্তর : শ্বেত পদার্থ বা হোয়াইট ম্যাটার

৪৪। সেরিব্রামের নিচের অংশের নাম লিখ।

উত্তর : থ্যালামাস ও হাইপোথ্যালামাস

৪৫। গুরুমস্তিষ্ক ও পনসের মাঝখানে কী অবস্থিত?

উত্তর : মধ্যমস্তিষ্ক

৪৬। লঘুমস্তিষ্ক কোথায় অবস্থিত?

উত্তর : গুরুমস্তিষ্কের নিচে ও পশ্চাতে

৪৭। দেহের ভারসাম্য রক্ষা করা মস্তিষ্কের কোন অংশের কাজ?

উত্তর : পশ্চাৎ বা লঘুমস্তিষ্কের

৪৮। কথা বলা ও চলাফেরা নিয়ন্ত্রণ করে মস্তিষ্কের কোন অংশ?

উত্তর : লঘুমস্তিষ্ক

৪৯। লঘুমস্তিষ্কের কয়টি অংশ?

উত্তর : ৩টি

৫০। পনসের বিপরীত দিকে অবস্থিত খন্ডাংশকে কী বলে?

উত্তর : সেরিবেলাম

৫১। লঘুমস্তিষ্কের কোন অংশ অনেকটা ঝুলন্ত অবস্থায় থাকে?

উত্তর : সেরিবেলাম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে