শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ড. রাশেদ কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের নতুন ডিন

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
  ০৩ ডিসেম্বর ২০২০, ০০:০০

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের নতুন ডিন হলেন গাজীপুরের কালীগঞ্জ পৌর এলাকার ভাদগাতী গ্রামের মো. আব্দুল বাছেদের ছেলে ড. মুহাম্মদ রাশেদ আল মামুন। তিনি একই বিশ্ববিদ্যালয়ের কৃষি শক্তি ও যন্ত্র বিভাগের প্রফেসর হিসেবে কর্মরত আছেন। ২ ডিসেম্বর স্থানীয় সংবাদ মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন ডিন নিজেই।

জানা গেছে, ড. রাশেদ ১ ডিসেম্বর সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ৪র্থ ডিন হিসেবে যোগদান করেন। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে বিএসি. এগ্রি. ইঞ্জি., এমএসইন ফার্ম পাওয়ার অ্যান্ড মেশিনারি, জাপানের কুমামোতু বিশ্ববিদ্যালয় থেকে অ্যাডভান্সড টেকনোলজি (নবায়নযোগ্য জ্বালানি) বিষয়ের উপর পিএইচডি. ডিগ্রি অর্জন করেন এবং একই বিশ্ববিদ্যালয়ে গ্রাউন্ড ওয়াটার লিডারশিপ প্রোগ্রামে রিসার্চ সায়েনটিস্ট হিসেবে গবেষণা করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে