বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা

দশম শ্রেণির পড়াশোনা

প্রকাশ | ০৪ ডিসেম্বর ২০২০, ০০:০০

সুধীরবরণ মাঝি, শিক্ষক, হাইমচর সরকারি মহাবিদ্যালয়, হাইমচর, চাঁদপুর
বাংলা আক্রমণ
ষষ্ঠ অধ্যায় নিচের উদ্দীপকের আলোকে ৩৮ ও ৩৯নং প্রশ্নের উত্তর দাও রোকনুজ্জামান স্বীয় কর্মশক্তিতে বিশ্বাসী ছিলেন বিধায় নিজ বুদ্ধি বলে ১২০৪ খ্রিষ্টাব্দে নদীয়া জয়ের মধ্যদিয়ে বাংলায় সর্বপ্রথম মুসলিম শাসনের গোড়াপত্তন করেন। ৩৮। উদ্দীপকে রোকনুজ্জামানের কর্মকান্ডে কার বৈশিষ্ট্য ফুটে উঠেছে? (ক) রামপাল (খ) বখতিয়ার খলজি (গ) মাহমুদ শাহ (ঘ) সিকান্দার শাহ সঠিক উত্তর : (খ) বখতিয়ার খলজি ৩৯। উক্ত শাসকের আক্রমণে বাংলায়- (র) সেন বংশের পতন ঘটে (রর) মুসলিম শাসনের সূচনা ঘটে (ররর) বাংলার ব্যাপক ক্ষতি হয় নিচের কোনটি সঠিক? (ক) র ও রর (খ) রর (গ) র ও ররর (ঘ) র, রর ও ররর সঠিক উত্তর : (ক) র ও রর ৪০। আলাউদ্দিন হুসেন শাহ ছিলেন- (র) সুশাসক (রর) দূরদর্শী রাজনীতিবিদ (ররর) অত্যাচারী শাসক \হনিচের কোনটি সঠিক ? (ক) র ও রর (খ) রর ও ররর (গ) ররর (ঘ) র, রর ও ররর সঠিক উত্তর : (ক) র ও রর ৪১। সম্রাট আওরঙ্গজেব মীরজুমলাকে কিসের দায়িত্ব দেন? (ক) রাজস্ব আদায়ের (খ) সুবেদারের (গ) বাদশাহর (ঘ) মন্ত্রীর সঠিক উত্তর : (খ) সুবেদারের ৪২। সুজার শাসনকাল কেমন ছিল? (ক) সংঘাতময় (খ) শান্তিপূর্ণ (গ) বিশৃঙ্খল (ঘ) অস্থির সঠিক উত্তর : (খ) শান্তিপূর্ণ ৪৩। সুলায়মান কররানী আকবরের সঙ্গে সুসম্পর্ক রক্ষা করে চলছিল কেন? (ক) উজির লোদী খানের পরামর্শে (খ) বাহরাম খানের পরামর্শে (গ) ফিরোজ খানের পরামর্শে (ঘ) শেরশাহের পরামর্শে সঠিক উত্তর : (ক) উজির লোদী খানের পরামর্শে ৪৪। হুসেন শাহের শাসনকালকে ইতিহাস অমর করে রেখেছে- (র) বাংলা সাহিত্যের উন্নতি (রর) বাংলা গদ্যের উন্নতি (ররর) বাংলা সাহিত্যের বিকাশ নিচের কোনটি সঠিক? (ক) র ও রর (খ) রর ও ররর (গ) র ও ররর (ঘ) র, রর ও ররর সঠিক উত্তর : (গ) র ও ররর ৪৫। আকবরের বাংলা আক্রমণ করার ক্ষেত্রে নিচের কোনটি অধিক সমর্থনযোগ্য? (ক) তাজখান কররানীর আচরণ (খ) মুমিন কররানীর আচরণ (গ) সুলায়মান কররানীর আচরণ (ঘ) দাউদ কররানীর আচরণ সঠিক উত্তর : (ঘ) দাউদ কররানীর আচরণ ৪৬। দাউদ কররানী কেমন ছিলেন? (ক) দক্ষ (খ) অদূরদর্শী (গ) জ্ঞানী (ঘ) বিচক্ষণ সঠিক উত্তর : (খ) অদূরদর্শী ৪৭। কাসিম খান জুয়িনী কীভাবে পর্তুগিজদের দমন করে? (ক) বিদ্রোহ করে (খ) যুদ্ধ করে (গ) শক্ত হাতে (ঘ) ভয় দেখিয়ে সঠিক উত্তর : (গ) শক্ত হাতে ৪৮। শায়েস্তা খানের শাসনকাল কিসের জন্য সবিশেষ? (ক) স্থাপত্যশিল্পের জন্য (খ) ধর্মপ্রচারের জন্য (গ) ব্যবসা-বাণিজ্যের জন্য (ঘ) সাহিত্য প্রসারের জন্য সঠিক উত্তর : (ক) স্থাপত্যশিল্পের জন্য ৪৯। ঘসেটি বেগমের পিতার নাম কী? (ক) মুর্শিদ কুলি খান (খ) আলীবর্দী খান (গ) শওকত জঙ্গ (ঘ) সুজাউদ্দীন খান সঠিক উত্তর : (খ) আলীবর্দী খান ৫০। ইলিয়াস শাহ জয় করেছিলেন (র) চম্পারণ (রর) গোরক্ষপুর (ররর) কাশী \হনিচের কোনটি সঠিক ? (ক) র ও রর (খ) রর (গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর সঠিক উত্তর : (ঘ) র, রর ও ররর ৫১। মুনিম খান কোন রোগে মারা যান? (ক) কালা জ্বর (খ) পেস্নগ (গ) জন্ডিস (ঘ) বসন্ত সঠিক উত্তর : (খ) পেস্নগ ৫২। মুহম্মদ আদিল নামটি কার ক্ষেত্রে সমর্থনযোগ্য? (ক) তুঘান খানের (খ) জালাল খানের (গ) শের খানের (ঘ) মুবারিজ খানের সঠিক উত্তর : (ঘ) মুবারিজ খানের ৫৩। গিয়াসউদ্দীন নিচের কোন উপাধি ধারণ করেন? (ক) আজম শাহ (খ) ফিরোজ শাহ (গ) ইলিয়াস শাহ (ঘ) মুবারক শাহ সঠিক উত্তর : (ক) আজম শাহ ৫৪। রাজা গণেশের ভয় পাওয়ার যথার্থ কারণ কোনটি? (ক) সুলতানের উপস্থিতি (খ) কুতুবউল শাহের উপস্থিতি (গ) ইব্রাহিম শর্কির উপস্থিতি (ঘ) আযম শাহের উপস্থিতি সঠিক উত্তর : (গ) ইব্রাহিম শর্কির উপস্থিতি ৫৫। তুঘরিল কী উপাধি নিয়ে স্বাধীনতা ঘোষণা করেন? (ক) মুঘসউদ্দীন (খ) গিয়াসউদ্দীন (গ) জালালউদ্দীন (ঘ) নাসিরউদ্দীন সঠিক উত্তর : (ক) মুঘসউদ্দীন ৫৬। বারাম খানের বর্মরক্ষক হিসেবে যার নাম অধিক পরিচিত- (ক) বকনা (খ) আযম (গ) ফখরা (ঘ) আলী মুবারক সঠিক উত্তর : (গ) ফখরা ৫৭। মামলুক তুর্কিদের সর্বশ্রেষ্ঠ হিসেবে কোন নামটি সমর্থনযোগ্য? (ক) শের খান (খ) ইউজবক (গ) তুঘান খান (ঘ) তুঘরিল সঠিক উত্তর : (ঘ) তুঘরিল