জানার আছে অনেক কিছু

প্রকাশ | ০৪ ডিসেম্বর ২০২০, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক
দীনবন্ধু মিত্র
প্রশ্ন: ঞযব ঈধঢ়ঃরাব খধফু-এর রচয়িতা কে? উত্তর: মাইকেল মধুসূদন দত্ত। প্রশ্ন: 'দুই বোন' রবীন্দ্রনাথ ঠাকুরের কোন শ্রেণির রচনা? উত্তর: উপন্যাস। প্রশ্ন: 'দুধে ভাতে উৎপাত' গ্রন্থের রচয়িতা কে? উত্তর: আখতারুজ্জামান ইলিয়াস। প্রশ্ন: 'দত্তা' উপন্যাসটির লেখক কে? উত্তর: শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। প্রশ্ন: 'নবী কাহিনী' গ্রন্থের রচয়িতা কে? উত্তর: কাজী ইমদাদুল হক। প্রশ্ন: 'নয়া খান্দান' নাটকের রচয়িতা কে? উত্তর: নূরুল মোমেন। প্রশ্ন: 'নীল দর্পণ' নাটকের রচয়িতা কে? উত্তর: দীনবন্ধু মিত্র। প্রশ্ন: 'নকশী কাঁথার মাঠ' কাব্যটির রচয়িতা কে? উত্তর: জসিমউদ্‌দীন। প্রশ্ন: 'চাচা কাহিনী' গ্রন্থের রচয়িতা কে? উত্তর: সৈয়দ মুজতবা আলী। প্রশ্ন: 'চন্ডীমঙ্গল'কাব্যের কবি কে? উত্তর: কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী। প্রশ্ন: 'জমিদার দর্পণ' নাটক রচনা করেছেন কে? উত্তর: মীর মশাররফ হোসেন। প্রশ্ন: 'জিব্রাইলের ডানা'র গল্পকার কে? উত্তর: শাহেদ আলী। প্রশ্ন: 'আরেক ফাল্গুন', হাজার বছর ধরে', 'বরফ গলা নদী' এগুলো কার রচিত উপন্যাস? উত্তর: জহির রায়হান। প্রশ্ন: 'তোতা ইতিহাস' গ্রন্থটি কোন ভাষা থেকে অনূদিত? উত্তর: ফারসি। প্রশ্ন: 'তেইশ নম্বর তৈলচিত্র' উপন্যাসের রচয়িতা কে? উত্তর: ড. আলাউদ্দিন আল-আজাদ। প্রশ্ন: 'নরুল দীনের সারাজীবন' নাটকের রচয়িতা কে? উত্তর: সৈয়দ শামসুল হক। প্রশ্ন: 'পায়ের আওয়াজ পাওয়া যায়' নাটকের রচয়িতা কে? উত্তর: সৈয়দ শামসুল হক।