জাককানইবিতে 'বঙ্গবন্ধু কুইজ টেস্ট-২০২০' আয়োজন

প্রকাশ | ০৪ ডিসেম্বর ২০২০, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক
বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন, রাজনীতি, আদর্শ ও চেতনায় শিক্ষার্থীদের উজ্জীবিত করার লক্ষ্যে অনলাইনে 'বঙ্গবন্ধু কুইজ টেস্ট-২০২০' আয়োজন করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (জাককানইবি)। বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শক এবং বঙ্গবন্ধু কুইজ টেস্ট ২০২০ উদযাপন কমিটির সদস্য সচিব ড. শেখ সুজন আলী এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, আগামী ১৬ ডিসেম্বর ২০২০ রাত ৮টা থেকে ৮টা ৩০ মিনিট পর্যন্ত গুগল ডকের মাধ্যমে অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধু কুইজ টেস্ট। এ ছাড়া আগ্রহী শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণের আহ্বানও জানান তিনি। তিনি আরও জানান, কুইজ প্রতিযোগিতায় বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী এবং কারাগারের রোজনামচা বইয়ের আলোকে প্রশ্ন করা হবে। শিক্ষার্থীরা এ পাঠ্যসূচি অনুসরণ করে প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। প্রতিযোগিতায় নৈর্ব্যক্তিক (এমসিকিউ), এক কথায় উত্তর ও বর্ণনামূলক প্রশ্ন থাকবে বলেও জানিয়েছেন তিনি।