জুনিয়র স্কুল সাটিির্ফকেট পরীক্ষার প্রস্তুতি

বাংলা

প্রকাশ | ১৫ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

নূরমোহাম্মদ দেওয়ান, প্রধান শিক্ষক শিক্ষা নিকেতন, চঁাদপুর য়
বহুনিবার্চনি প্রশ্নোত্তর মংডুর পথে ২। ‘মংডু’ শহর মিয়ানমারের কোন সীমান্তে? ক. পূবর্ খ. পশ্চিম গ. উত্তর ঘ. দক্ষিণ সঠিক উত্তর : খ. পশ্চিম ৩। ‘বৃষ্টি শিরীষ’ কী? ক. গাছ খ. বৃষ্টির পানির ফেঁাটা গ. বৃষ্টি মাপার যন্ত্র ঘ. শিলাবৃষ্টি সঠিক উত্তর : গ. বৃষ্টি মাপার যন্ত্র ৪। লেখক মংডুতে তখনো কী দেখেননি? ক. প্যান্ট খ. লুঙ্গি গ. গেঞ্জি ঘ. শাটর্ সঠিক উত্তর : ক. প্যান্ট ৫। ‘বৌদ্ধ ভিক্ষু’ শব্দটির বমির্ রূপ কোনটি? ক. চীবর খ. ফুঙ্গি গ. বঙ্গি ঘ. থামি সঠিক উত্তর : খ. ফুঙ্গি ৬। লেখক ‘মংডুর পথে’ প্রবন্ধে মানুষের কোন বিষয়টিকে তুলে ধরতে চেয়েছেন? ক. সহজাত জীবনযাপন খ. ভ্রমণপিপাসা গ. জীবনের অভিজ্ঞতা ঘ. দুদর্শার বাস্তব চিত্র সঠিক উত্তর : ক. সহজাত জীবনযাপন ৭। মালকিনের মাধ্যমে লেখক বাংলাদেশের নারীদের কোন দিকটিকে প্রতীকায়িত করেছেন? ক. নারীরা স্বাধীন খ. নারীরা পরাধীন গ. নারীরা পরনিভর্রশীল ঘ. নারীরা অনেকটা স্বাধীন সঠিক উত্তর : গ. নারীরা পরনিভর্রশীল ৮। মিয়ানমার বাংলাদেশের কোন দিকে অবস্থিত? ক. পূবর্ খ. পশ্চিম গ. উত্তর ঘ. দক্ষিণ সঠিক উত্তর : ক. পূবর্ ৯। লেখকের হাতে ও কঁাধে কী ছিল? ক. বাক্স খ. বস্তা গ. ঝোলাঝুলি ঘ. পাত্র সঠিক উত্তর : গ. ঝোলাঝুলি ১০। স্বদেশ ছেড়ে অন্য দেশে বসবাসকারীদের কী বলা হয়? ক. আদিবাসী খ. প্রবাসী গ. অভিবাসী ঘ. অধিবাসী সঠিক উত্তর : গ. অভিবাসী ১১। মহিলাদের দোকানগুলো কেমন ছিল? ক. উচ্চমানের খ. সাধারণ মানের গ. মাঝারি মানের ঘ. অতিসাধারণ মানের সঠিক উত্তর : ঘ. অতিসাধারণ মানের ১২। ‘পরীক্ষার সময় বেশি না থাকায় আমজাদ নিরবচ্ছিন্ন পড়াশোনা করছে।’Ñউদ্দীপকে ব্যবহৃত ‘নিরবচ্ছিন্ন’ শব্দটি ‘মংডুর পথে’ রচনায় কোন অথের্ প্রযোজ্য? ক. ঘর থেকে বিচ্ছিন্ন খ. নিরন্তর গ. নীরবে বিচ্ছিন্ন ঘ. ধীরে ধীরে সঠিক উত্তর : খ. নিরন্তর