জুনিয়র স্কুল সাটিির্ফকেট পরীক্ষার প্রস্তুতি

বাংলাদেশ ও বিশ্বপরিচয়

কখন ছাত্র সংগ্রাম পরিষদ গঠিত হয়?

প্রকাশ | ১৫ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

সুধীরবরণ মাঝি, শিক্ষক হাইমচর সরকারি মহাবিদ্যালয়, হাইমচর, চঁাদপুর য়
বহুনিবার্চনি প্রশ্নোত্তর অধ্যায়-২ ৪৬। ঢাকার বাইরে আপারেশন সাচর্লাইটের নেতৃত্ব দেন কে? (ক) টিক্কা খান (খ) জুলফিকার আলী ভুট্টো (গ) ইয়াইয়া খান (ঘ) খাদিম হোসেন রাজা সঠিক উত্তর : (ঘ) খাদিম হোসেন রাজা ৪৭। মুজিবনগর সরকারের উপরাষ্ট্রপতি কে ছিলেন- (ক) তাজউদ্দিন আহমদ (খ) সৈয়দ নজরুল ইসলাম (গ) ক্যাপ্টেন মনসুর আলী (ঘ) অধ্যাপক ইউসুফ আলী সঠিক উত্তর : (খ) সৈয়দ নজরুল ইসলাম ৪৮। কখন ছাত্র সংগ্রাম পরিষদ গঠিত হয়? (ক) ৩ মাচর্ ১৯৭১ (খ) ১০ মাচর্ ১৯৭১ (গ) ১৩ মাচর্ ১৯৭১ (ঘ) ১৭ মাচর্ ১৯৭১ সঠিক উত্তর : (ক) ৩ মাচর্ ১৯৭১ ৪৯। বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার যথাযথ কারণ হলো- (র) সামরিক অফিসারদের চাপ (রর) ইয়াইয়ার ষড়যন্ত্র (ররর) ১৯৭০-এর নিবার্চন পরবতীর্ বিভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপট। নিচের কোনটি সঠিক (ক) র (খ) রর ও ররর (গ) র ও ররর (ঘ) র,রর ও ররর সঠিক উত্তর : (খ) রর ও ররর ৫০। যৌথবাহিনী ঢাকার বিভিন্ন সামরিক অবস্থানের উপর বিমান হামলা চালায় কত তারিখে? (ক) ১৯৭১ সালের ৯ ডিসেম্বর (খ) ১৯৭১ সালের ১০ ডিসেম্বর (গ) ১৯৭১ সালের ১২ ডিসেম্বর (ঘ) ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর সঠিক উত্তর : (গ) ১৯৭১ সালের ১২ ডিসেম্বর ৫১। বাংলাদেশের মুক্তি সংগ্রাম সংঘটিত হওয়ার পেছেনে সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে কোনটি? (ক) ভাষা আন্দোলন (খ) ১৯৫৪ সালের নিবার্চন (গ) ১৯৬৯ সালের গণঅভ্যূত্থান (ঘ) ১৯৭০ সালের নিবার্চন সঠিক উত্তর : (ঘ) ১৯৭০ সালের নিবার্চন