নবম ও দশম শ্রেণির পড়াশোনা

প্রকাশ | ১৫ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

শাদমান শাহিদ, প্রভাষক আওলিয়ানগর এমএ ইন্টারমিডিয়েট কলেজ ব্রাহ্মণবাড়িয়া। য়
বহুনিবার্চনি প্রশ্নোত্তর অধ্যায় -৩ উদ্দীপকটি পড় এবং ২৯ ও ৩০ নং প্রশ্নের উত্তর দাও। এইচএসসি পাস করা শফিক কম্পিউটার পরিচালনাতে বেশ পারদশীর্। দিন দিন কম্পিউটারের প্রতি তার আগ্রহ আরও বৃদ্ধি পাচ্ছে। তিনি চান কম্পিউটার পরিচালনাতে প্রশিক্ষণ গ্রহণ করে এটির মাধ্যমে তার আত্মকমর্সংস্থান সৃষ্টি করতে। ২৯। জনাব শফিক নিচের কোন সংস্থা থেকে প্রশিক্ষণ গ্রহণ করতে পারবে? (ক) বি আই এস (খ) নট্রামস (গ) যুব প্রশিক্ষণ কেন্দ্র (ঘ) পল্লী উন্নয়ন বোডর্ সঠিক উত্তর : (খ) নট্রামস ৩০। প্রশিক্ষণ শফিককে কী বৃদ্ধিতে সহায়তা করে? (ক) কমর্দক্ষতা (খ) অথৈর্নতিক উন্নয়ন (গ) মূল্যবোধ সৃষ্টি (ঘ) সম্পদ বৃদ্ধি সঠিক উত্তর : (ক) কমর্দক্ষতা অধ্যায়- ৪ ১। পুঁজিবাদি সমাজের দ্বারা সৃষ্ট বৈষম্য দূরীভূত হয় কীসের মাধ্যমে? (ক) অংশীদারি ব্যবসায় (খ) যৌথমূলধনী ব্যবসায় (গ) সমবায় সমিতি (ঘ) রাষ্ট্রীয় ব্যবসায় সঠিক উত্তর : (গ) সমবায় সমিতি ২। আমাদের এ উপমহাদেশের সবর্প্রথম কত সালে সরকারিভাবে সমবায়ের উদ্যোগ গ্রহণ করা হয়? (ক) ১৯০৪ সালে (খ) ১৯১৮ সালে (গ) ১৯১০ সালে (ঘ) ১৯০৮ সালে সঠিক উত্তর : (ক) ১৯০৪ সালে ৩। ব্যাংকিং অংশীদারি ব্যবসায়ের সবোর্চ্চ সদস্যসংখ্যা কত? (ক) ১০ জন (খ) ২০ জন (গ) ২৫ জন (ঘ) ৫০ জন সঠিক উত্তর : (ক) ১০ জন ৪। এক মালিকানা ব্যবসায় গঠন করতে নিচের কোনটি সবাের্গ্র প্রয়োজন? (ক) স্বল্প মূলধন (খ) ট্রেড লাইসেন্স (গ) ব্যক্তিগত উদ্যোগ (ঘ) দোকানঘর ভাড়া করা সঠিক উত্তর: (গ) ব্যক্তিগত উদ্যোগ ৫। অংশীদারি ব্যবসায় লাভ-লোকসান কী অনুযায়ী বণ্টিত হয়? (ক) চুক্তি (খ) স্মারকলিপি (গ) মূলধন (ঘ) নিবন্ধন সঠিক উত্তর: (ক) চুক্তি ৬। শেয়ার ক্রয়ের জন্য একজন ব্যক্তির সবির্নম্ন বয়সসীমা কত হওয়া প্রয়োজন? (ক) ১৮ বছরের ঊধ্বের্ (খ) ১৯ বছরের ঊধ্বের্ (গ) ২০ বছরের ঊধ্বের্ (ঘ) ২১ বছরের ঊধ্বের্ সঠিক উত্তর: (ক) ১৮ বছরের ঊধ্বের্ ৭। নিবন্ধনবিহীন অংশীদারি ব্যবসায় সংগঠন কত টাকার বেশি পাওনা আদায়ের জন্য তৃতীয় পক্ষের বিরদ্ধে মামলা করতে পারে না? (ক) ১০০ (খ) ৫০০ (গ) ১০০০ (ঘ) ২০০০ সঠিক উত্তর: (ক) ১০০