বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ডিআইইউর উদ্যোগে মাস্ক বিতরণ

শিক্ষা জগৎ ডেস্ক
  ০৫ ডিসেম্বর ২০২০, ০০:০০

করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ শুরুর প্রেক্ষাপটে নিম্ন আয়ের মানুষের মধ্যে করোনাভাইরাস সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এবং স্বাস্থ্য সুরক্ষায় মাস্ক ব্যবহারে উদ্বুদ্ধ করতে রাজধানীর বিভিন্ন এলাকায় নিম্নআয়ের মানুষের মধ্যে ১০ হাজার মাস্ক বিতরণ করেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভলান্টিয়ার ক্লাব। ১ ডিসেম্বর রাজধানী ও এর আশপাশের জনবহুল ও বস্তি এলাকায় আমার ফার্মা লিমিটেডের সৌজনে এ সব মাস্ক বিতরণ করা হয়। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহকারী রেজিস্ট্রার মো. রোকনুজ্জামান রোমান ও সহকারী পরিচালক মো. আব্দুলস্নাহ আল মামুন বাদশার নেতৃত্বে ভলান্টিয়ার ক্লাবের একদল তরুণ-তরুণী এ মাস্ক বিতরণ কার্যক্রম পরিচালনা করেন।

সারা দেশে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। এরই প্রেক্ষাপটে বাংলাদেশ সরকারের 'নো মাস্ক নো সার্ভিস' স্স্নোগানকে বেগবান করতে এবং করপোরেট সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে মাস্ক বিতরণ কর্মসূচি হাতে নিয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। এতে নিম্নআয়ের মানুষ কোভিড-১৯ এর আশু বিপদ থেকে নিজেদের কিছুটা হলেও রক্ষা করতে পারবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে