বশেমুরবিপ্রবির ভতির্ আবেদন শুরু কাল

প্রকাশ | ১৫ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক য়
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ২০১৮-১৯ শিক্ষাবষের্ স্নাতক (সম্মান) প্রথম বষের্র ভতির্ পরীক্ষার আবেদন কাল শুরু হবে। এ আবেদন চলবে ২২ অক্টোবর রাত ১২টা পযর্ন্ত। ভতির্ পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের বিস্তারিত নিয়ম বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট িি.িনংসৎংঃঁ.বফঁ.নফ থেকে জানা যাবে। ২, ৩ এবং ৯, ১০ নভেম্বর ভতির্ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবার ৯টি ইউনিটের অধীনে ৩৪ বিভাগে সবের্মাট ৩,২৪৫ জন (বিদেশি শিক্ষাথীর্ ও কোটাসহ) শিক্ষাথীর্ ভতির্ করা হবে। ইউনিটগুলো হলো এ, বি, সি, ডি, ই, এফ, জি, এইচ এবং আই।