নোবিপ্রবির দ্বিতীয় সমাবতর্ন ৩০ নভেম্বর

প্রকাশ | ১৫ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক য়
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) দ্বিতীয় সমাবতের্নর সম্ভাব্য তারিখ ২০ নভেম্বরের পরিবতের্ ৩০ নভেম্বর নিধার্রণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ১৩ সেপ্টেম্বর ভিসির সম্মেলন কক্ষে আয়োজিত সমাবতর্ন কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন নোবিপ্রবি ভিসি প্রফেসর ড. এম অহিদুজ্জামান। সভায় নতুন এ তারিখ ঘোষণা করা হয়। এবং এ মমের্ বিশ্ববিদ্যালয়ের আচাযর্ প্রেসিডেন্টের সচিবালয়ে চিঠি দেয়ার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। যে সব শিক্ষাথীর্ এখনো নিবন্ধন করেননি তারা ১৭ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পযর্ন্ত নিবন্ধন করতে পারবেন। বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার দপ্তরের শিক্ষা শাখায় ফরম পূরণের মাধ্যমে এ নিবন্ধন করা যাবে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে ফরম ডাউনলোড করে প্রিন্ট নিয়ে হাতে পূরণ ও ছবি সংযুক্ত করে স্ক্যান কপি ঔচঊএ/ঔচএ/চউঋ ফরমেটে পড়হাড়পধঃরড়হ@হংঃঁ.বফঁ.নফ ঠিকানায় ই-মেইল করতে হবে। ই-মেইলের সাবজেক্ট হবে ‘কনভোকেশন’। একই ফরম্যাটে একই ঠিকানায় টাকা জমার রসিদের স্ক্যান কপিও প্রেরণ করতে হবে। নোবিপ্রবির এ সমাবতর্ন অনুষ্ঠান ২০১৮ সালের মাচর্ মাসে হওয়ার কথা ছিল। ইতোমধ্যে প্রেসিডেন্টের সম্মতি নিয়ে তারিখ পরিবতর্ন করা হয়। এর সম্ভাব্য পরিবতির্ত নতুন তারিখ ২০ নভেম্বর থেকে ৩০ নভেম্বর নিধার্রণ করা হয়।