খুবিতে দাবা প্রতিযোগিতা

প্রকাশ | ১৫ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক য়
১৩ সেপ্টেম্বর খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ফিটনেস সেন্টারে শারীরিক শিক্ষা ও চচার্ বিভাগের উদ্যোগে আন্তঃডিসিপ্লিন দাবা প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সংশ্লিষ্ট বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) মোল্লা মোহাম্মদ শফিকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচাযর্ প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান। তিনি এক সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, দাবা খেলা কোনো শক্তি বা বলপ্রয়োগের বিষয় নয়, এটা বুদ্ধিমত্তার ও ধৈযের্র বিষয়। এ খেলা জ্ঞান, বুদ্ধি ও ধৈযর্ বাড়ায় এবং এটা একটি অভিজাতদের খেলা। এসময় বিশেষ অতিথি ছিলেন ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ। আলোচনা শেষে প্রধান অতিথি বিশেষ অতিথিকে দাবাচালের মাধ্যমে প্রতিযোগিতার উদ্বোধন করেন। বিভিন্ন ডিসিপ্লিনের মোট ৬২ জন ছাত্রছাত্রী এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শারীরিক শিক্ষা ও চচার্ বিভাগের সহকারী পরিচালক সাহারা বানু। এসময় সংশ্লিষ্ট বিভাগের সব কমর্কতার্-কমর্চারীসহ অন্যান্য ডিসিপ্লিনের শিক্ষক ও শিক্ষাথীর্রা উপস্থিত ছিলেন। ১৭ সেপ্টেম্বর চ‚ড়ান্তপবের্র মধ্যদিয়ে এ প্রতিযোগিতা শেষ হবে।