চুয়েটে কমর্শালা অনুষ্ঠিত

প্রকাশ | ১৬ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক য়
১৪ সেপ্টেম্বর চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) যন্ত্রকৌশল বিভাগের সেমিনার কক্ষে ‘বাষির্ক কমর্ক্ষমতা ব্যবস্থাপনা : বাংলাদেশ প্রেক্ষিত’ শীষর্ক দিনব্যাপী এক কমর্শালা অনুষ্ঠিত হয়। কমর্শালায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান। চুয়েটের রেজিস্টার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম, ইউজিসির সম্মানিত সচিব ড. মো. খালেদ এবং ইউজিসির বেসরকারি বিশ্ববিদ্যালয় ব্যবস্থাপনা বিভাগের পরিচালক ড. মো. ফখরুল ইসলাম। এ সময় শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসির প্রতিনিধি ছাড়াও চুয়েটের সম্মানিত শিক্ষকমÐলী ও কমর্কতারা উপস্থিত ছিলেন। কমর্শালায় বিশ্ববিদ্যালয়ের সম্মানিত অধ্যাপক, সহযোগী অধ্যাপক ও প্রথম শ্রেণির কমর্কতার্রা অংশগ্রহণ করেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মানবিক বিভাগের প্রভাষক নাহিদা সুলতানা। অনুষ্ঠানে চুয়েটের বিভিন্ন তথ্যচিত্র সংবলিত একটি প্রামাণ্যচিত্র উপস্থাপন করেন সহকারী রেজিস্টার (সমন্বয়) মোহাম্মদ ফজলুর রহমান।