বিশ্ববিদ্যালয় ভতির্ প্রস্তুতি

সাধারণজ্ঞান

প্রিয় শিক্ষাথীর্, শুরু হতে যাচ্ছে বিশ্ববিদ্যালয়ে ভতির্যুদ্ধ। তোমাদের জন্য নিয়মিতভাবে বিশ্ববিদ্যালয় প্রস্তুতির পূণর্ আয়োজন নিয়ে আমরা হাজির। নিয়মিত চচার্র পাশাপাশি এই আয়োজন তোমাদের সহায়তা করবে বলে আশা রাখি।

প্রকাশ | ১৬ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

মনিবুল রহমান চৌধুরী, অধ্যাপক জলঢাকা কলেজ, নীলফামারী য়
১৭০। ব্রহ্মদেশ বতর্মানে কি নামে পরিচিত? ক. থাইল্যান্ড খ. জাপান গ. মায়ানমার ঘ. ভিয়েতনাম সঠিক উত্তর : গ. মায়ানমার ১৭১। পৃথিবীর সবচেয়ে পুরাতন স্মৃতিস্তম্ভ কি? ক. আইফেল টাওয়ার খ. তাজমহল গ. পিরামিড ঘ. কুতুবমিনার সঠিক উত্তর : গ. পিরামিড ১৭২। নিম্নের কোনটি পৃথিবীর উচ্চতম জলপ্রপাত? ক. সুদারল্যান্ড খ. ভিক্টোরিয়া গ. নায়েগ্রা ঘ. গ্রেট ফলস সঠিক উত্তর : খ. ভিক্টোরিয়া ১৭৩। নেপোলিয়ান ১৮১৫ সালে ওয়াটারলু যুদ্ধে পরাজিত হয়েছিলেন। ওয়াটারলু কোন দেশে অবস্থিত? ক. ফ্রান্স খ. জামাির্ন গ. বেলজিয়াম ঘ. ইংল্যান্ড সঠিক উত্তর : গ. বেলজিয়াম ১৭৪। ঘঝঅউঅছ, ঋঞঝঊ, ঘওককঊও, ঐঅঘএঝঅঘএ- এগুলো দ্বারা কি বোঝায়? ক. কতগুলো দেশের মুদ্রার নাম খ. পূবর্ এশিয়ার কতগুলো নদীর নাম গ. ইউরোপের কতগুলো শহরের নাম ঘ. বিশ্বের কতগুলো শেয়ার বাজারের নাম সঠিক উত্তর : ঘ. বিশ্বের কতগুলো শেয়ার বাজারের নাম ১৭৫। মিনাংগকাবাউ জনগোষ্ঠী নিম্নের কোন দেশে বসবাস করে? ক. ইন্দোনেশিয়া খ. থাইল্যান্ড গ. দি ফিলিপিনস ঘ. বোনিের্য়া সঠিক উত্তর : ক. ইন্দোনেশিয়া ১৭৬। কত হাজার বৎসর পূবের্ অস্ট্রেলিয়াতে অ্যাব্রোজিনালরা বসবাস শুরু করে? ক. ১০০০০ খ. ২০০০০ গ. ৩০০০০ ঘ. ৪০০০০ সঠিক উত্তর : ঘ. ৪০০০০ ১৭৭। নিম্নের কোন তথ্যটি সঠিক নয়? ক. বৈকাল-বিশ্বের উচ্চতর হ্রদ খ. আকিশ হাইকিগু-বিশ্বের দীঘর্তম ঝুলন্ত সেতু গ. পানামা বিশ্বের গভীরতম খাল ঘ. ২১ জুন-বিশ্বের ক্ষুদ্রতম রাত সঠিক উত্তর : ক. বৈকাল-বিশ্বের উচ্চতর হ্রদ ১৭৮। ‘এঞ্জেলা’ জলপ্রপাতটি কোন দেশে অবস্থিত? ক. ফ্রান্স খ. ভারত গ. নরওয়ে ঘ. ভেনিজুয়েলা সঠিক উত্তর : ঘ. ভেনিজুয়েলা ১৭৯। পৃথিবীর দীঘর্তম নীলনদ কয়টি দেশে প্রবাহিত হয়? ক. দশটি খ. বারোটি গ. নয়টি ঘ. এগারটি সঠিক উত্তর : ক. দশটি