জানার আছে অনেক কিছু

প্রকাশ | ১৬ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক য়
প্রশ্ন : ৫ টাকা মূল্যমানের নতুন কাগুজে নোটের পিছনের অংশে রয়েছেÑ উত্তর : নওগঁার কুসুম্বা মসজিদের ছবি প্রশ্ন : আইএলওর এ দেশীয় পরিচালকÑ উত্তর : শ্রী নিবাস রেড্ডি প্রশ্ন : বাংলাদেশের জিডিপিÑ উত্তর : দ. এশিয়া ও বৈশ্বিক গড়ের চেয়ে বেশি প্রশ্ন : ক্রিকেট খেলায় ওয়ানডে ম্যাচ চালু হয়Ñ উত্তর : ১৯৭১ সালের ৫ জানুয়ারি প্রশ্ন : ওয়ানডের ইতিহাসে প্রথম ম্যাচ খেলেছিলÑ উত্তর : অস্ট্রেলিয়া প্রশ্ন : ভারত প্রথম ওয়ানডে খেলেÑ উত্তর : ১৯৭৪ সালে প্রশ্ন : ২০০টি হাতি ও ৫টি সুবিশাল জেট বিমানের সমান ভারতের সবচেয়ে ভারী রকেটের নামÑ উত্তর : জিএসএলভি মাকর্ দ্য থাডর্ ( ওজন ৬৪০ টন) প্রশ্ন : এই রকেট উৎক্ষেপণ করা হয়Ñ উত্তর : ৫ জুন ২০১৭ সালে প্রশ্ন : স্যাটানর্ দ্য ফিফথ রকেটটিÑ উত্তর : নাসার ( ১৯৬৭ থেকে ১৯৭৩ পযর্ন্ত ব্যবহৃত হয়েছিল)