নবম ও দশম শ্রেণির পড়াশোনা

প্রকাশ | ১৬ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

শাদমান শাহিদ, প্রভাষক আওলিয়ানগর এমএ ইন্টারমিডিয়েট কলেজ ব্রাহ্মণবাড়িয়া। য়
বহুনিবার্চনি প্রশ্নোত্তর অধ্যায় -৪ ৮। কোন ব্যবসায়ে মালিক ও ব্যবসায় অভিন্ন? (ক) যৌথ মূলধনী (খ) অংশীদারি (গ) এক মালিকানা (ঘ) সমবায় সঠিক উত্তর: (গ) এক মালিকানা ৯। অংশীদারি ব্যবসায় নিবন্ধনে আবেদন পত্রকে পরীক্ষা নিরীক্ষা করেন কে? (ক) সরকার (খ) পৌর সভার মেয়র (গ) স্থানীয় চেয়ারম্যান (ঘ) নিবন্ধক সঠিক উত্তর: (ঘ) নিবন্ধক ১০। অংশীদারদের মধ্যে সম্পাদিত চুক্তি অংশীদারি ব্যবসায়ে কী হিসাবে কাজ করে? (ক) ব্যবসায়ের মূলধন (খ) ব্যবসায়ের ভিত্তি (গ) ব্যবসায়ের যোগ্যতা (ঘ) ব্যবসায়ের একতা সঠিক উত্তর : (খ) ব্যবসায়ের ভিত্তি ১১। সাধারণ অংশীদার লাভ-ক্ষতির অংশ পায় কীভাবে? (ক) চুক্তি অনুযায়ী (খ) পারিশ্রমিক অনুযায়ী (গ) বিনিয়োগ অনুযায়ী (ঘ) সক্রিয় অংশ অনুযায়ী সঠিক উত্তর: (ক) চুক্তি অনুযায়ী ১২। কোম্পানির মূল দলিল বলা হয় কাকে? (ক) পরিমেল নিয়মাবলিকে (খ) স্মারকলিপিকে (গ) নিবন্ধনপত্রকে (ঘ) আবেদনপত্র সঠিক উত্তর: (খ) স্মারকলিপিকে ১৩। সমবায় সমিতির সদস্য কতটি ভোট দিতে পারে? (ক) ১টি (খ) ২টি (গ) ৩টি (ঘ) ৪টি সঠিক উত্তর: (ক) ১টি ১৪। কোম্পানি আইন অনুযায়ী বাংলাদেশ কোন ব্যবসায়ের নিবন্ধন বাধ্যতামূলক? (ক) একমালিকানা (খ) অংশীদারি (গ) পাইকারী (ঘ) যৌথমূলধনী সঠিক উত্তর: (ঘ) যৌথমূলধনী ১৫। সমবায় সমিতি কীসের মাধ্যমে গঠিত হয়? (ক) আইনের মাধ্যমে (খ) চুক্তির মাধ্যমে (গ) ইচ্ছামত (ঘ) প্রশাসনের মাধ্যমে সঠিক উত্তর: (ক) আইনের মাধ্যমে ১৬। মিশ্র সমবায় সমিতিতে কমপক্ষে কতজন প্রাথমিক সমিতির সদস্য থাকতে হয়? (ক) ১০ (খ) ১২ (গ) ১৩ (ঘ) ১৫ সঠিক উত্তর: (খ) ১২ ১৭। অংশীদারি ব্যবসায় মূল ভিত্তি কী? (ক) অথর্ (খ) চুক্তি (গ) মুনাফা (ঘ) আইন সঠিক উত্তর: (খ) চুক্তি