৭ম শ্রেণির পড়ালেখা

বাংলা দ্বিতীয়পত্র

প্রকাশ | ১৬ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

মো. ইমরান হোসেন, সহকারী শিক্ষক ইস্টানর্ ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ, ধনিয়া, ঢাকা য়
প্রিয় শিক্ষাথীর্, আজ তোমাদের জন্য বাংলা দ্বিতীয়পত্র থেকে বহুনিবার্চনি প্রশ্নোত্তর দেয়া হলো। বহুনিবার্চনি প্রশ্নোত্তর শব্দাথর্ ১৭। গ্রামের লোকের ওপর তার হাত আছেÑ এই বাক্যে ‘হাত’ কী অথের্ ব্যবহৃত হয়েছে? ক. নজর খ. কুপ্রভাব গ. প্রভাব ঘ. অধিকার সঠিক উত্তর: গ. প্রভাব ১৮। ‘যা পূবের্ দেখা যায়নি’Ñ এক কথায় কী হবে? ক. অদৃষ্ট খ. দৃষ্টান্ত গ. অদৃষ্টপূবর্ ঘ ভূতপূবর্ সঠিক উত্তর: গ. অদৃষ্টপূবর্ ১৯। ‘অন্যদিকে মন যার’Ñ এক কথায় কী হবে? ক. অন্যমনস্ক খ. অন্যমনা গ. আনমনা ঘ. মনভোলা সঠিক উত্তর: খ. অন্যমনা ২০। ‘অতিশয় স্নিগ্ধ’Ñ এক কথায় কী হবে? ক. পেলব খ. মেদুর গ. কোমল ঘ. কমনীয় সঠিক উত্তর: ক. পেলব ২১। ‘যা চেটে খেতে হয়’Ñ এক কথায় কী হবে? ক. চ‚ষ্য খ. লেহ গ. লেহ্য ঘ. পেয় সঠিক উত্তর: গ. লেহ্য ২২। ‘উপকারীর অপকার করে যে’Ñ এক কথায় কী হবে? ক. কৃতজ্ঞ খ. অকৃতজ্ঞ গ. কৃতঘœ ঘ. প্রত্যুপকারী সঠিক উত্তর: গ. কৃতঘœ ২৩। ‘আকার’ শব্দের বিপরীত শব্দ কোনটি? ক. সাকার খ. নিরাকার গ. বিকার ঘ. অপকার সঠিক উত্তর: খ. নিরাকার ২৪। ‘অনুরাগ’-এর বিপরীত শব্দ কোনটি? ক. অনুরাগী খ অনুরক্ত গ. বিরাগ ঘ. বিরাগভাজন সঠিক উত্তর: গ. বিরাগ