জুনিয়র স্কুল সাটিির্ফকেট পরীক্ষার প্রস্তুতি

বাংলা

বমির্ ভাষা থেকে বাংলায় এসেছেÑ

প্রকাশ | ১৬ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

নূরমোহাম্মদ দেওয়ান, প্রধান শিক্ষক শিক্ষা নিকেতন, চঁাদপুর য়
প্রিয় শিক্ষাথীর্, আজ তোমাদের জন্য বাংলা গদ্য থেকে বহুনিবার্চনি প্রশ্নোত্তর দেয়া হলো। বহুনিবার্চনি প্রশ্নোত্তর মংডুর পথে ১৩। নিচের কোনটি বমির্ (মিয়ানমার) ভাষা থেকে বাংলায় এসেছে? ক. পুলিশ খ. শাটর্ গ. লুঙ্গি ঘ. কঁাচি সঠিক উত্তর : গ. লুঙ্গি ১৪। লেখক যে হোটেলে জায়গা পেলেন, সেটি চতুথর্ শ্রেণির হোটেল। তিনি ব্যাপারটি কীভাবে বুঝলেন? র. কাঠের মেঝে ও দেয়াল দেখে রর. চাষা জমির মতো তোশক দেখে ররর. মশারিতে উৎকট দুগর্ন্ধ পেয়ে নিচের কোনটি সঠিক? ক. র খ. রর গ. র ও ররর ঘ. র, রর ও ররর সঠিক উত্তর : ঘ. র, রর ও ররর ১৫। আদি চট্টগ্রাম অঞ্চলের খাবারের বৈশিষ্ট্যÑ র. পোড়া লঙ্কা রর. নুন-তেল ররর. লেবুপাতা নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর সঠিক উত্তর : ঘ. র, রর ও ররর ১৬। মংডুর পথে নেমে অচেনা আবেগ উপচে পড়ল লেখকেরÑ র. মাথায় রর. মুখে-চোখে ররর. কান ও হৃদয়ে নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর সঠিক উত্তর : গ. রর ও ররর ১৭। বমিের্দর জাতীয় পোশাকÑ র. শাটর্ ও বমির্ কোট রর. বমির্ টুপি ও লুঙ্গি ররর. দুই ফিতার মজবুত স্যান্ডেল নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর সঠিক উত্তর : ঘ. র, রর ও ররর ১৮. ‘মংডুর পথে’ রচনাটি পাঠের উদ্দেশ্যÑ র. প্রতিবেশী দেশের জীবনযাত্রা, সংস্কৃতি, অথর্নীতি সম্পকের্ জানা রর. একটি দেশ সম্পকের্ জানার আগ্রহ ও ভালোবাসা সৃষ্টি ররর. নিছক আনন্দের জন্য পড়া নিচের কোনটি সঠিক? ক. র খ. রর গ. র ও রর ঘ. র, রর, ররর সঠিক উত্তর : গ. র ও রর সুখী মানুষ ১। ‘সুখী মানুষ’ নাটিকায় কোন বিষয়টি লেখক তুলে ধরতে চেয়েছেন? ক. সৎপথে সম্পদ উপাজর্ন খ. মানুষকে ভুল বোঝানোর ফল গ. মনের সঙ্গে মানুষের সম্পকর্ ঘ. কবিরাজের কীতির্ সঠিক উত্তর : ক. সৎপথে সম্পদ উপাজর্ন ২। ‘সুখী মানুষ’ নাটিকায় সুখী মানুষের কী ছিল না? ক. সম্পদ খ. খাদ্য গ. জামা ঘ. শ্রমশক্তি সঠিক উত্তর : গ. জামা ৩। ‘তাহলে আমি হাউমাউ করে কঁাদতে লেগে যাব’- সংলাপটি কার? ক. লোকের খ. মোড়লের গ. হাসু মিয়ার ঘ. রহমতের সঠিক উত্তর : ঘ. রহমতের