জুনিয়র স্কুল সাটিির্ফকেট পরীক্ষার প্রস্তুতি

বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রকাশ | ১৬ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

সুধীরবরণ মাঝি, শিক্ষক হাইমচর সরকারি মহাবিদ্যালয়, হাইমচর, চঁাদপুর য়
প্রিয় শিক্ষাথীর্, আজ তোমাদের জন্য বাংলাদেশ ও বিশ্বপরিচয় থেকে বহুনিবার্চনি প্রশ্নোত্তর দেয়া হলো।৭ মাচের্র ভাষণকে কী বলা হয়? বহুনিবার্চনি প্রশ্নোত্তর অধ্যায়-২ ৫৩। ১৯৭১ সালের ৭ মাচের্র ভাষণকে কী বলা হয়? (ক) বাঙালির মুক্তির সনদ (খ) নিবার্চনি প্রচারণা (গ) সাবের্ভৗমত্ব লাভ (ঘ) গণহত্যার কারণ সঠিক উত্তর : (ক) বাঙালির মুক্তির সনদ ৫৪। ইয়াইয়া খান আলোচনার ভান করে পযের্বক্ষণ করেন - (ক) ১৯৭০ সালের নিবার্চনি ফলাফল (খ) অপারেশন সাচর্লাইটের কমর্সূচী (গ) পূবর্ পাকিস্তানিদের মানসিক অবস্থা (ঘ) বঙ্গবন্ধুর গতিবিধি সঠিক উত্তর : (খ) অপারেশন সাচর্লাইটের কমর্সূচী ৫৫। পাকিস্তানি হানাদার বাহিনী এদেশের বুদ্ধিজীবীদের হত্যা করেছিল কেন? (ক) দেশকে জনশূন্য করার জন্য (খ) যুদ্ধে জয়লাভের জন্য (গ) প্রতিশোধের জন্য (ঘ) দেশকে মেধাশূন্য করার জন্য সঠিক উত্তর : (ঘ) দেশকে মেধাশূন্য করার জন্য ৫৬। বাংলাদেশের মানচিত্র খচিত জাতীয় পতাকা প্রথম উত্তোলন করা হয় কত তারিখে? (ক) ১৬ ডিসেম্বর ১৯৭০ (খ) ২মাচর্ ১৯৭১ (গ) ৭মাচর্ ১৯৭১ (ঘ) ২৬মাচর্ ১৯৭১ সঠিক উত্তর : (খ) ২মাচর্ ১৯৭১ ৫৭। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কতটি সেক্টরে ভাগ করা হয়? (ক) ১১টি সেক্টরে (খ) ১২টি সেক্টরে (গ) ১৩টি সেক্টরে (ঘ) ১৪টি সেক্টরে সঠিক উত্তর : (ক) ১১টি সেক্টরে ৫৮। ২৫মাচর্ রাতে প্রথম আক্রমণের শিকার হয়- (ক) পিলখানা (খ) রাজারবাগ (গ) ফামের্গট (ঘ) ঢাকা বিশ্ববিদ্যালয় সঠিক উত্তর : (গ) ফামের্গট