আইইউবিতে ওরিয়েন্টেশন

প্রকাশ | ১৭ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক য়
১৫ সেপ্টেম্বর ইন্ডিপেনডেন্ট ইউনিভাসিির্ট বাংলাদেশে (আইইউবি) অটাম ২০১৮ সেমিস্টারের নবাগত শিক্ষাথীের্দর ওরিয়েন্টেশন কমর্সূচি বসুন্ধরায় অবস্থিত বিশ্ববিদ্যালয়টির স্থায়ী ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে। এতে স্বাগত বক্তব্য রাখেন আইইউবির উপাচাযর্ অধ্যাপক এম ওমর রহমান। নবাগত শিক্ষাথীের্দর উষ্ণ অভ্যথর্না জানিয়ে তিনি বলেন, আনন্দের মাধ্যমে শেখা জীবনে অত্যন্ত অপরিহাযর্। সৃজনশীলতা ও নতুনত্বকে কাজে লাগিয়ে জীবনের লক্ষ্য অজের্ন শিক্ষাথীের্দর প্রতি আহŸান জানিয়ে তিনি বলেন, পরিবতর্নশীল এই বিশ্বে জীবনের দূরবতীর্ ও অনিশ্চিত লক্ষ্যের পিছনে না ছুটে বরং ধাপে ধাপে, উদ্বেগহীন থেকে জীবনের কাক্সিক্ষত লক্ষ্যগুলো অজের্নর মধ্যেই প্রকৃত সাফল্য নিহিত। এসময় উপস্থিত ছিলেন উপ-উপাচাযর্ অধ্যাপক মিলান পাগন, রেজিস্টার বিগ্রেডিয়ার জেনারেল (অব.) মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, বাণিজ্য অনুষদের ডিন অধ্যাপক মোহা. আনোয়ারুল করিম, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কম্পিউটার সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ আনোয়ার, এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট অনুষদের ডিন ড. আব্দুল খালেক, লিবারেল আটর্স অ্যান্ড সোশ্যাল সায়েন্স অনুষদের ডিন ড. মাহবুব আলম এবং স্কুল অফ লাইফ সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক রীতা ইউসুফ। অনুষ্ঠানটি পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের আন্ডারগ্র্যাজুয়েট অ্যাডমিশন্স অ্যান্ড ফিনানশিয়াল এইডের উপ-পরিচালক লিমা চৌধুরী। নবাগত শিক্ষাথীর্ ও তাদের অভিভাবকরা ছাড়াও আইইউবির শিক্ষক ও কমর্কতার্রাও এসময় উপস্থিত ছিলেন।