রুয়েটে কমর্শালা অনুষ্ঠিত

প্রকাশ | ১৭ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক য়
১৫ সেপ্টেম্বর রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে দিনব্যাপী এক কমর্শালা অনুষ্ঠিত হয়েছে। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের নবনিমির্ত কনফারেন্স রুমে আয়োজিত ‘ঞঊঈঐওঊ ঐড়:ি চধঃযধিু ভড়ৎ ঈঝঊ এৎধফঁধঃবং’ শীষর্ক এই কমর্শালার উদ্বোধন করেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. রফিকুল ইসলাম শেখ। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. এসএম রাজ্জাক, পুরকৌশল অনুষদের ডিন এবং পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) প্রফেসর ড. মো. আব্দুল আলিম, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান প্রফেসর ড. রবিউল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিএসই বিভাগের হ্যাকাপ প্রকল্পের এসপিএম প্রফেসর ড. মো. নজরুল ইসলাম মÐল। দিনব্যাপী এই কমর্শালায় রুয়েটের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভিন্ন বষের্র শিক্ষাথীর্ এবং শিক্ষকরা অংশগ্রহণ করেন।