নবম ও দশম শ্রেণির পড়াশোনা

প্রকাশ | ১৭ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

শাদমান শাহিদ, প্রভাষক আওলিয়ানগর এমএ ইন্টারমিডিয়েট কলেজ ব্রাহ্মণবাড়িয়া।
প্রিয় শিক্ষাথীর্, আজ তোমাদের জন্য ব্যবসায় উদ্যোগ থেকে বহুনিবার্চনি প্রশ্নোত্তর দেয়া হলো। বহুনিবার্চনি প্রশ্নোত্তর অধ্যায় -৪ ১৮। সমবায় সংগঠনের মূল দলিল কী? (ক) উপবিধি (খ) সংঘবিধি (গ) স্মারকলিপি (ঘ) নিবন্ধনপত্র সঠিক উত্তর: (ক) উপবিধি ১৯। চুক্তি কত প্রকার? (ক) ২ (খ) ৩ (গ) ৪ (ঘ) ৫ সঠিক উত্তর: (খ) ৩ ২০। সমবায়ের কয়টি কপি নিবন্ধকের নিকট দাখিল করতে হয়? (ক) দুইটি (খ) তিনটি (গ) চারটি (ঘ) পঁাচটি সঠিক উত্তর: (ক) দুইটি ২১। কোন অংশীদার ব্যবসায়ে মূলধন বিনিয়োগ করে না? (ক) সাধারণ অংশীদার (খ) ঘুমন্ত অংশীদার (গ) সীমিত অংশীদার (ঘ) নামমাত্র অংশীদার সঠিক উত্তর: (ঘ) নামমাত্র অংশীদার ২২। একমালিকানা কারবারের দায় কী রূপ? (ক) অসীম (খ) কোন দায়ই নেই (গ) সীমাহীন (ঘ) সসীম সঠিক উত্তর: (খ) কোন দায়ই নেই ২৩। কোন আইন অনুসারে বাংলাদেশে যৌথমূলধনী ব্যবসায়ের নিবন্ধন বাধ্যতামূলক? (ক) একমালিকানা (খ) অংশীদারি (গ) কোম্পানি (ঘ) প্রচলিত আইন সঠিক উত্তর: (গ) কোম্পানি ২৪। একমালিকানা ব্যবসায় কতজন মালিক থাকে? (ক) একজন (খ) দুজন (গ) তিনজন (ঘ) চারজন সঠিক উত্তর: (গ) তিনজন ২৫। ট্রেড লাইসেন্স সরবরাহ করে কে? (ক) ইউনিয়ন কতৃর্পক্ষ (খ) জেলা কতৃর্পক্ষ (গ) মন্ত্রী (ঘ) পৌর কতৃর্পক্ষ সঠিক উত্তর: (খ) জেলা কতৃর্পক্ষ ২৬। একমালিকানা ব্যবসায়ের দায়ের ধরন কী? (ক) সসীম (খ) অসীম (গ) সীমিত (ঘ) অল্প সঠিক উত্তর: (খ) অসীম ২৭। কোন কোম্পানির আয়তন তুলনামূলকভাবে ক্ষুদ্র হয়? (ক) প্রাইভেট লি: (খ) পাবলিক লি: (গ) সংবিধিবদ্ধ (ঘ) বিশেষ সঠিক উত্তর: (ক) প্রাইভেট লি: