জানার আছে অনেক কিছু

প্রকাশ | ১৭ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক
প্রশ্ন : আধুনিক বাংলা ভাষার পরিধি কত সাল থেকে শুরু হয়েছে? উত্তর : ১৮০১ সাল থেকে। (প্রস্তুতিপবর্ : ১৮০০-১৮৬০, বিকাশপবর্ : ১৮৬০-১৯০০, রবীন্দ্রপবর্ : ১৯০০-১৯৩০, রবীন্দ্রোত্তরঃ ১৯৩০-১৯৪৭ ও বাংলাদেশ : ১৯৪৭) প্রশ্ন : বাংলা ভাষার উৎপত্তি কোন শতাব্দীতে? উত্তর : সপ্তম শতাব্দী। প্রশ্ন : পানিনি রচিত গ্রন্থের নাম কী? উত্তর : ব্যাকরণ অষ্টাধয়ী। প্রশ্ন : পানিনি কোন ভাষার ব্যাকরণকে শৃঙ্খলাবদ্ধ করেন? উত্তর : সংস্কৃত ভাষা। প্রশ্ন : বাংলা ভাষার মূল উৎস কোনটি? উত্তর : বৈদিক। প্রশ্ন : বাংলা ভাষার আদি সাহিত্যিক নিদশর্ন কী? উত্তর : শ্রীকৃষ্ণকীতর্ন কাব্য। প্রশ্ন : বাংলা ভাষা কোন আদি বা মূল ভাষা গোষ্ঠীর অন্তগর্ত? উত্তর : ইন্দো-ইউরোপীয় ভাষা গোষ্ঠী। প্রশ্ন : বাংলা ভাষার উদ্ভব ঘটে কোন দশকে? উত্তর : খ্রিস্টিয় দশম শতকের কাছাকাছি সময়ে।