বিশ্ববিদ্যালয় ভতির্ প্রস্তুতি সাধারণজ্ঞান

প্রকাশ | ১৭ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

মনিবুল রহমান চৌধুরী, অধ্যাপক জলঢাকা কলেজ, নীলফামারী
প্রিয় শিক্ষাথীর্, শুরু হতে যাচ্ছে বিশ্ববিদ্যালয়ে ভতির্যুদ্ধ। তোমাদের জন্য নিয়মিতভাবে বিশ্ববিদ্যালয় প্রস্তুতির পূণর্ আয়োজন নিয়ে আমরা হাজির। নিয়মিত চচার্র পাশাপাশি এই আয়োজন তোমাদের সহায়তা করবে বলে আশা রাখি। ১৮০। কোন দেশের সংবিধানে লেখা আছে ঞযব শরহম পধহ ফড় হড় ৎিড়হম? ক. যুক্তরাজ্য খ. সুইডেন গ. বেলজিয়াম ঘ. স্পেন সঠিক উত্তর : ক. যুক্তরাজ্য ১৮১। পৌরাণিক ট্রয় নগরী বতর্মানে কোন দেশে অবস্থিত? ক. তুরস্ক খ. গ্রিস গ. ইতালি ঘ. সাইপ্রাস সঠিক উত্তর : ক. তুরস্ক ১৮২। নিচের কোনটি সঠিক নয়? ক. আফগানিস্তানের বিমান সংস্থার নাম আরিয়ানা খ. ভিয়েতনামের রাজধানীর নাম নমপেন গ. কুয়েতের মুদ্রার নাম দিনার ঘ. শ্রীলংকার ভাষা সিংহলী ও আক্ষী সঠিক উত্তর : খ. ভিয়েতনামের রাজধানীর নাম নমপেন ১৮৩। জিব্রল্টার প্রণালি কোন কোন দেশকে পৃথক করেছে? ক. পতুর্গাল ও মরক্কো খ. মৌরিতানিয়া ও স্পেন গ. আলজেরিয়া ও স্পেন ঘ. মরক্কো ও স্পেন সঠিক উত্তর : ঘ. মরক্কো ও স্পেন ১৮৪। টঝঅ-কে ‘স্ট্যাচু অব লিবাটির্’ কোন দেশ উপহার দেয়? ক. বেলজিয়াম খ. যুক্তরাজ্য গ. ফ্রান্স ঘ. ইতালি সঠিক উত্তর : গ. ফ্রান্স ১৮৫। বিশ্বের আত্মহত্যার সবোর্চ্চ হার কোন দেশে? ক. শ্রীলংকা খ. নেদারল্যান্ড গ. জাপান ঘ. রোমানিয়া সঠিক উত্তর : ক. শ্রীলংকা ১৮৬। বিশ্বের সবচেয়ে ধনী দেশ কোনটি? ক. যুক্তরাষ্ট্র খ. সৌদি আরব গ. লুক্সেমবাগর্ ঘ. যুক্তরাজ্য সঠিক উত্তর : গ. লুক্সেমবাগর্ ১৮৭। নিম্নের কোনটি ওরিয়েন্টাল অঞ্চলের অন্তগর্ত? ক. উ. আমেরিকা খ. দক্ষিণ-পূবর্ এশিয়া গ. ইউরোপ ঘ. গ্রিনল্যান্ড সঠিক উত্তর : খ. দক্ষিণ-পূবর্ এশিয়া ১৮৮। ‘বেরিং প্রণালি’ কোন দুটি মহাদেশকে পৃথক করেছে? ক. আমেরিকা ও এশিয়া খ. আফ্রিকা ও ইউরোপ গ. আফ্রিকা ও এশিয়া ঘ. এশিয়া ও ইউরোপ সঠিক উত্তর : ক. আমেরিকা ও এশিয়া ১৮৯। হোয়াংহো নদী কোথায় অবস্থিত? ক. চীন খ. ভিয়েতনাম গ. জাপান ঘ. কোরিয়া সঠিক উত্তর : ক. চীন ১৯০। আয়তনে বৃহত্তম মহাসাগর কোনটি? ক. ভারত খ. প্রশান্ত গ. আটলান্টিক ঘ. উত্তর সঠিক উত্তর : খ. প্রশান্ত