প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি প্রাথমিক বিজ্ঞান

ইটের ভাটার ধেঁায়ার কারণে কী ধরনের সমস্যা হতে পারে?

প্রকাশ | ১৭ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

সামছুর রহমান রুমান, শিক্ষক শিক্ষা নিকেতন, চঁাদপুর য়
প্রিয় শিক্ষাথীর্, আজ তোমাদের জন্য বিজ্ঞান থেকে যোগ্যতাভিত্তিক প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করা হলো। যোগ্যতাভিত্তিক প্রশ্নোত্তর অধ্যায় : ৪ প্রশ্ন. তোমার এলাকায় বায়ু দূষণের যে যে কারণ তুমি লক্ষ্য করেছ সে সম্পকের্ ৫টি বাক্য লেখ। উত্তর : আমি গ্রামে বসবাস করি। আমার এলাকায় বায়ু দূষণের নিম্নবণির্ত কারণগুলো আমি লক্ষ্য করেছিÑ ১. খোলা পায়খানা ব্যবহার ২. রাস্তার ধারে মরা জীবজন্তু পড়ে থাকতে দেখা যায়। ৩. যেখানে সেখানে ময়লা-আবজর্না ফেলা হয়। ৪. জমিতে অধিক পরিমাণে কীটনাশক ব্যবহার করা হয়। ৫. জ্বালানি পুড়িয়ে রান্না করার কারণে অধিক পরিমাণে ধেঁায়া বের হয়। প্রশ্ন. আসিফের বাবা একটি ইটের ভাটায় কাজ করেন। এখানকার বায়ুর কারণে আসিফের বাবার কী ধরনের সমস্যা হতে পারে তা ৪টি বাক্যে লেখ। উত্তর : ইটের ভাটা থেকে নিগর্ত ধেঁায়ার অনেক ক্ষতিকর উপাদান থাকে, যা বায়ু দূষিত করে। এ দূষিত বায়ুর কারণে আসিফের বাবার শ্বাসকাযের্ ব্যাঘাত ঘটতে পারে। একই সঙ্গে তার আরো নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে। যেমনÑ অ্যালাজির্, হঁাপানি, ব্রঙ্কাইটিস, উচ্চ রক্তচাপ, মাথাব্যথা, ফুসফুসের ক্যান্সার ইত্যাদি। প্রশ্ন. তোমার এলাকায় বায়ু দূষণের কোনো প্রভাব কি তোমার পরিবারের ওপর পড়েছে? ৫টি বাক্যে লেখ। উত্তর : আমি শহরে বাস করি। আমার এলাকায় বায়ু দূষণের নিম্নবণির্ত প্রভাবগুলো আমার পরিবারের ওপর পড়েছেÑ ১. বায়ু দূষণের কারণে আমার এলাকার পরিবেশ ধেঁায়া ও ধূলিময় হয়ে থাকে। ২. আমার দাদা প্রায়ই শ্বাসকষ্ট অনুভব করেন। ৩. পবিবারের অনেকে প্রায়ই সদির্, কাশিতে ভোগে। ৪. আমার এবং আমার ছোট ভাইয়ের অ্যালাজির্জনিত সমস্যা দেখা দিয়েছে। ৫. পরিবেশের উপাদানগুলোর মধ্যে সঠিক ভারসাম্য বিঘিœত হচ্ছে। প্রশ্ন. তোমার এলাকায় বায়ু দূষণ রোধে তুমি কী ধরনের পদক্ষেপ নেবে সে সম্পকের্ ৫টি পরামশর্ লেখ। উত্তর : আমি গ্রামে বাস করি। আমার এলাকায় বায়ু দূষণ রোধে আমার বন্ধুদের নিয়ে নিম্নবণির্ত কাজগুলো করতে পারিÑ ১. গ্রামবাসীকে স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহার করতে বলব। ২. ধূমপান ও তামাক সেবন না করতে জনগণকে সচেতন করব। ৩. প্রত্যেকের রান্নাঘরে বায়ু চলাচলের ব্যবস্থা করতে বলব। ৪. গৃহপালিত পশু-পাখির বজর্্য নিয়মিত পরিষ্কার করার জন্য সবাইকে উদ্বুদ্ধ করব। ৫. যেখানে ময়লা পানি জমে থাকে তা পরিষ্কারের ব্যবস্থা করব। প্রশ্ন. ইটের ভাটার দূষণের প্রভাব কিভাবে কমানো যায়? উত্তর : ইটের ভাটা থেকে কালো ধেঁায়া বাতাসে মেশে। এ ধেঁায়ায় থাকে কাবর্ন মনোঅক্সাইড, কাবর্ন কণা, কাবর্ন ডাইঅক্সাইড, যা বায়ু দূষণ ঘটায়। এ দূষণ কমানোর জন্যÑ ১. ইটের ভাটা থেকে কালো ধেঁায়া বায়ুতে মেশার আগে ছঁাকনযন্ত্রের সাহায্যে পরিশোধনের ব্যবস্থা করতে হবে।