প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি গণিত

প্রকাশ | ১৭ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

মো. মাসুদ খান, প্রধান শিক্ষক ডেমরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ডেমরা, ঢাকা
প্রিয় শিক্ষাথীর্, আজ তোমাদের জন্য গণিত থেকে অধ্যায়ভিত্তিক সংক্ষিপ্ত প্রশ্নোত্তর দেয়া হলো। সংক্ষিপ্ত প্রশ্নোত্তর প্রথম অধ্যায় : গুণ ১। গুণ্য ´ গুণক = কী? উত্তর : গুণফল ২। গুণফল নিণের্য়র সূত্রটি লিখ। উত্তর : গুণফল = গুণ্য ´ গুণক ৩। যে সংখ্যাটি দ্বারা অন্য সংখ্যাকে গুণ করা হয় তাকে কী বলে? উত্তর : গুণক ৪। গুণ্য নিণের্য়র সূত্রটি লিখ। উত্তর : গুণফল গু গুণক ৫। গুণক নিণের্য়র সূত্রটি লিখ। উত্তর : গুণফল গু গুণ্য ৬। গুণ্যকে গুণক দ্বারা গুণ করলে কী পাওয়া যায়? উত্তর : গুণফল ৭। যে সংখ্যাটি দ্বারা অন্য সংখ্যাকে গুণ করা হয় তাকে কী বলে? উত্তর : গুণক ৮। কোনো সংখ্যাকে ‘০’ (শূন্য) দ্বারা গুণ করলে গুণফল কী হবে? উত্তর : শূন্য (০) ৯। ৪৩৭ কে ২৩৫ দ্বারা গুণ করলে গুণফল কত হবে? উত্তর : ১০২৬৯৫ ১০। গুণ্য ৭ এবং গুণফল ২১ হলে গুণক কত? উত্তর : ৩ ১১। গুণক ৩ এবং গুণফল ২৪ হলে গুণ্য কত? উত্তর : ৮ ১২। যে সংখ্যাকে গুণ করা হয় তাকে কী বলে? উত্তর : গুণ্য ১৩। কী করলে দুইটি রাশির গুণফলের পরিবতর্ন হয় না? উত্তর : গুণ্য ও গুণক পরস্পর স্থান বিনিময় করলে ১৪। গুণফল বের করতে হলে গুণ্য ও গুণকের মাঝখানে কোন চিহ্ন বসাতে হয়? উত্তর : ´ ১৫। কোনো সংখ্যাকে কত দ্বারা গুণ করলে গুণফল একই থাকে? উত্তর : ১ দ্বারা ১৬। ১টি বইয়ের দাম ৪০ টাকা হলে, ৫টি বইয়ের দাম কী করে বের করতে হবে? উত্তর : গুণ করে ১৭। তিন অঙ্কবিশিষ্ট গুণক দ্বারা কয়টি ধাপে গুণ করতে হয়? উত্তর : ৩টি ধাপে