জুনিয়র স্কুল সাটিির্ফকেট পরীক্ষার প্রস্তুতি বাংলাদেশ ও বিশ্বপরিচয়

“মুক্তি ও স্বাধীনতার চেয়ে কোনো কিছুই অধিক মূল্যবান নয়” Ñহো চি Ñ হো চি মিন

প্রকাশ | ১৭ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

সুধীরবরণ মাঝি, শিক্ষক হাইমচর সরকারি মহাবিদ্যালয়, হাইমচর, চঁাদপুর য়
প্রিয় শিক্ষাথীর্, আজ তোমাদের জন্য বাংলাদেশ ও বিশ্বপরিচয় থেকে বহুনিবার্চনি প্রশ্নোত্তর দেয়া হলো। বহুনিবার্চনি প্রশ্নোত্তর অধ্যায়-২ ৫৯। প্রশিক্ষণপ্রাপ্ত যোদ্ধরা দেশের অভ্যন্তরে প্রবেশ করে- (ক) জুন মাসে (খ) জুলাই মাসে (গ) আগষ্ট মাসে (ঘ) সেপ্টেম্বর মাসে সঠিক উত্তর : (ক) জুন মাসে ৬০। হো চি মিন তাঁর দেশের স্বাধীনতা সংগ্রামে সুদৃঢ় নেতৃত্ব প্রদান করে দেশকে স্বাধীন করে। হো চি মিনের সঙ্গে কার সাদৃশ্য আছে? (ক) শেরে বাংলা এ.কে.ফজলুল হক (খ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান (গ) মওলানা ভাসানী (ঘ) হোসেন শহীদ সোহরাওয়াদী সঠিক উত্তর : (খ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৬১। মুক্তিযুদ্ধকালে রণাঙ্গনকে কয়টি বিগ্রেড ফোসের্ বিভক্ত করা হয়? (ক) ২টি (খ) ৩টি (গ) ৭টি (ঘ) ১১টি সঠিক উত্তর : (খ) ৩টি ৬২। পাক বাহিনীর নিযার্তনের রূপ হলো- (র) চোখ উপরে ফেলা (রর) ধষর্ণ ও অগ্নিসংযোগ (ররর) আঙ্গুলে সুঁচ ফুটানো। নিচের কোনটি সঠিক (ক) র ও রর (খ) র ও ররর (গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর সঠিক উত্তর : (ঘ) র, রর ও ররর নিচের অনুচ্ছেদটি পড় ৬৩ নং প্রশ্নের উত্তর দাও ঃ শামীম পত্রিকা খুলে দেখে পাকবাহিনীর গণহত্যা ও নিযর্তনের ওপর একটি প্রবন্ধ ছাপা হয়েছে। তাতে লেখা আছে- ২৫-২৬ মাচর্ পাকবাহিনী ৭হাজার বাঙালিকে হত্যা করে। এটি মুক্তিযুদ্ধের শুরুতে এটি প্রথম গণহত্যা। বহু বধ্যভূমিতে এন হাজার লোককে হত্যা করা হয়। ৬৩। উদ্দীপকে উল্লেখিত প্রথম গণহত্যা কোথায় শুরু হয়েছিল? (ক) চট্টগ্রাম ভিাগে (খ) ঢাকা বিভাগে (গ) রাজশাহী বিভাগে (ঘ) খুলনা বিভাগে সঠিক উত্তর : (খ) ঢাকা বিভাগে