জুনিয়র স্কুল সাটিির্ফকেট পরীক্ষার প্রস্তুতি বাংলা

ফতুয়াটি কোন মানুষের হতে হবে?

প্রকাশ | ১৭ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

নূরমোহাম্মদ দেওয়ান, প্রধান শিক্ষক শিক্ষা নিকেতন, চঁাদপুর য়
প্রিয় শিক্ষাথীর্, আজ তোমাদের জন্য বাংলা গদ্য থেকে বহুনিবার্চনি প্রশ্নোত্তর দেয়া হলো। বহুনিবার্চনি প্রশ্নোত্তর সুখী মানুষ ৪। ‘হিমালয় পাহাড় তুলে আনব’- এই উক্তিটি কে করেছেন? ক. রহমত খ. হাসু গ. কবিরাজ ঘ. লোক সঠিক উত্তর : ক. রহমত ৫। ফতুয়াটি কোন মানুষের হতে হবে? ক. সুখী মানুষের খ. দুঃখী মানুষের গ. চিকন মানুষের ঘ. মোটা মানুষের সঠিক উত্তর : ক. সুখী মানুষের ৬। মোড়লের জীবনে শান্তি ছিল না কেন ? ক. কোনো ছেলেসন্তান ছিল না বলে খ. স্ত্রী অসুস্থ ছিল বলে গ. অবৈধ সম্পদে ধনী হওয়ার কারণে ঘ. সম্পদের পরিমাণ কমে যাওয়ায় সঠিক উত্তর : গ. অবৈধ সম্পদে ধনী হওয়ার কারণে ৭। মোড়লের চাকর রহমত আলী কেমন মানুষ ছিল? ক. বিশ্বাসী খ. অবিশ্বাসী গ. দুঃখী ঘ. অকৃতজ্ঞ সঠিক উত্তর : ক. বিশ্বাসী ৮। কবিরাজ কার জামা সংগ্রহ করতে বললেন? ক. দুঃখী মানুষের খ. সুখী মানুষের গ. পীড়িত মানুষের ঘ. মুমূূষুর্ মানুষের সঠিক উত্তর : খ. সুখী মানুষের ৯। মোড়লের মুখে শরবত কে দিয়েছে? ক. রহমত খ. হাসু গ. কবিরাজ ঘ. লোক সঠিক উত্তর : ক. রহমত ১০। ‘সুখী মানুষ’ নাটিকায় ‘পাহাড়’ অথের্ ব্যবহৃত শব্দ কোনটি? ক. পবর্ত খ. হিমালয় গ. শৈল ঘ. ভূধর সঠিক উত্তর : খ. হিমালয় ১১। ‘মনই মানুষের সকল শক্তির নিয়ামক’- এ কথার অথর্ কী? ক. মনের দাবি সব দাবির উৎস খ. মন ভালো তো জগৎ ভালো গ. প্রকৃত সুখ মোহমুক্তির মধ্য দিয়ে ঘ. কৃপণতাই মানুষের মূল অসুখ সঠিক উত্তর : গ. প্রকৃত সুখ মোহমুক্তির মধ্য দিয়ে ১২। নীতিহীন পথে সম্পদ উপাজর্ন পরিহার করাÑ ক. বৈধ খ. অন্যায় গ. উত্তম ঘ. উচিত সঠিক উত্তর : গ. উত্তম ১৩। সুমন ছেলেবেলা থেকেই মানুষের উপকার করে আসছে। উদ্দীপকের সঙ্গে বৈসাদৃশ্য রয়েছে ‘সুখী মানুষ’ গল্পের কোন চরিত্রের? ক. হাসু খ. সুখী মানুষ গ. মোড়ল ঘ. রহমত সঠিক উত্তর : গ. মোড়ল