শাবিতে আইকিউএসির কমর্শালা

প্রকাশ | ১৮ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক য়
উচ্চশিক্ষার গুণগত মানের কাঠামো নিয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘ন্যাশনাল কোয়ালিফিকেশন ফ্রেমওয়াকর্ অব বাংলাদেশ’ শীষর্ক কমর্শালা অনুষ্ঠিত হয়েছে। ১৬ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে শাবির ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের কোয়ালিটি অ্যাসিউরেন্স সেলের যৌথ উদ্যোগে এই কমর্শালা অনুষ্ঠিত হয়।কমর্শালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাবি উপাচাযর্ অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। শাবির আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. আব্দুল আওয়াল বিশ্বাসের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচাযর্ অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী, লিডিং ইউনিভাসিির্টর উপাচাযর্ অধ্যাপক ড. কামরুজ্জামান চৌধুরী, বিভাগীয় কমিশনার মিছবাহ উদ্দিন চৌধুরী, মেট্রোপলিটন ইউনিভাসিির্টর ভারপ্রাপ্ত উপাচাযর্ অধ্যাপক ড. শিবপ্রসাদ সেন, শাবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইলিয়াস উদ্দিন বিশ্বাস প্রমুখ। কমর্শালায় কি-নোট স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের কোয়ালিটি অ্যাসিউরেন্স সেলের প্রধান অধ্যাপক ড. সঞ্জয় কুমার অধিকারী।