বিশ্ববিদ্যালয় ভতির্ প্রস্তুতি

সাধারণজ্ঞান

প্রকাশ | ১৮ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

মনিবুল রহমান চৌধুরী, অধ্যাপক জলঢাকা কলেজ, নীলফামারী য়
প্রয় শিক্ষাথীর্, শুরু হয়েছে বিশ্ববিদ্যালয়ে ভতির্যুদ্ধ। তোমাদের জন্য নিয়মিতভাবে বিশ্ববিদ্যালয় প্রস্তুতির পূণর্ আয়োজন নিয়ে আমরা হাজির। নিয়মিত চচার্র পাশাপাশি এই আয়োজন তোমাদের সহায়তা করবে বলে আশা রাখি। ১. জাতিসংঘ কোন সালে জন্মলাভ করে? ক. ১৯৪২ খ. ১৯৪৩ গ. ১৯৪৪ ঘ. ১৯৪৫ সঠিক উত্তর : ঘ. ১৯৪৫ ২. আন্তজাির্তক অথর্ তহবিলের প্রধান কাযার্লয় কোথায় অবস্থিত? ক. জেনেভা খ. ওয়াশিংটন গ. লন্ডন ঘ. রোম সঠিক উত্তর : খ. ওয়াশিংটন ৩. আল্পস পবর্তমালা কোথায় অবস্থিত? ক. পশ্চিম ইউরোপ খ. পূবর্ ইউরোপ গ. উত্তর আমেরিকা ঘ. দক্ষিণ আমেরিকা সঠিক উত্তর : ক. পশ্চিম ইউরোপ ৪. ‘নিপ্পন’ কোন দেশের পুরনো নাম? ক. চীন খ. কোরিয়া গ. জাপান ঘ. থাইল্যান্ড সঠিক উত্তর : গ. জাপান ৫. ‘ওভাল’ কোন খেলার জন্য বিখ্যাত? ক. টেনিস খ. ফুটবল গ. দাবা ঘ. ক্রিকেট সঠিক উত্তর : ঘ. ক্রিকেট ৬. বিশ্বের দীঘর্তম নদী কোনটি? ক. আমাজন খ. মিসিসিপি গ. নীলনদ ঘ. হোয়াংহো সঠিক উত্তর : গ. নীলনদ ৭. সূযির্করণ থেকে কোন ভিটামিন পাওয়া যায়? ক. এ খ. বি গ. সি ঘ. ডি সঠিক উত্তর : ঘ. ডি ৮. সবুজ উদ্ভিদ কোথায় খাদ্য তৈরি করে? ক. কাÐে খ. পাতায় গ. শিকড়ে ঘ. মাটিতে সঠিক উত্তর : খ. পাতায় ৯. সুস্থ অবস্থায় মানবদেহের তাপমাত্রা কত? ক. ৯৯ঋ খ. ৯৮.৪হ্নঋ গ. ৯৮.৪হ্নঈ ঘ. ৯৮.০হ্নঋ সঠিক উত্তর : খ. ৯৮.৪হ্নঋ ১০. ভ‚মিকম্প নিদের্শক যন্ত্রের নাম কী? ক. ব্যারোমিটার খ. ল্যাকটোমিটার গ. সিসমোমিটার ঘ. থামোির্মটার সঠিক উত্তর : গ. সিসমোমিটার ১১. নোবেল পুরস্কার কোন দেশ থেকে দেয়া হয়? ক. যুক্তরাষ্ট্র খ. যুক্তরাজ্য গ. সুইডেন ঘ. বেলজিয়াম সঠিক উত্তর : গ. সুইডেন